ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসান আলীর স্বপ্ন পূরণ

প্রকাশিত: ০৫:৫৮, ২২ অক্টোবর ২০১৭

হাসান আলীর স্বপ্ন পূরণ

স্পোর্টস রিপোর্টার ॥ যে কোন ক্রিকেটারই স্বপ্ন দেখেন দলকে জেতাতে সাহায্য করবেন, একদিন আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবেন। অভিষেকের মাত্র এক বছর দুই মাসেই সেই স্বপ্ন পূরণ হয়েছে হাসান আলির। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সেনসেশনাল এ পাকিস্তানী পেসার। ‘মনে হচ্ছে স্বপ্ন সত্যি হলো। ছোটবেলায় অনেক স্বপ্নই দেখতাম, তার মধ্যে একটা ছিল একদিন বিশ্বের (আইসিসি র‌্যাঙ্কিং) এক নম্বর বোলার হব। এ অনুভূতি একেবারেই অন্যরকম।’ সংবাদ মাধ্যমকে বলেন হাসান। গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক। মাত্র ২৩ বছর বয়সেই বিশ্বের সব তারকা বোলারদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তুখোড় প্রতিভাবান এ পেসার। মাত্র ১৪ মাসে তার এই উত্থান অনেকটা রূপকথার মতো। ২৩ ওয়ানডেতে ৫০ উইকেট (দ্রুত) নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এ বছর (২০১৭ সালে) ১৭ আন্তর্জাতিক ম্যাচে তার শিকার সংখ্যা ৪৩। সত্যি অবিশ্বাস্য। আরব আমিরাতে পাঁচ ওয়ানডের সিরিজে টানা চার জয় তুলে নিয়েছে পাকিস্তান। পরশু আবুধাবীতে ৩৪ রান দিয়ে ৫ উইকেট দখল করা হাসান সিরিজে নিয়েছেন ১২ উইকেট। গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকটা অপ্রত্যাশিতভাবে শিরোপা জয় করে তাক লাগিয়ে দেয় পাকিস্তান। ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন তিনি। ইনজুরির জন্য এই সিরিজে নেই তারকা পেসার মোহাম্মদ আমির। হাসান সেই অভাবটা বুঝতেই দেননি। ভাল সঙ্গ পেয়েছেন জুনায়েদ খান আর রুম্মন রইসের কাছ থেকে। উইকেট শিকারের পর হাসানের উদযাপনের স্টাইল ভক্তদের দারুণ আকৃষ্ট করেছে। পাকিস্তানের গুজরানওয়ালার কাছে লাধেওয়ালা ওয়ারিচের হয়ে প্রথম ক্রিকেট খেলেন হাসান । এই এলাকাটি সাধারণত রেসলিং ও কাবাডির জন্য প্রসিদ্ধ। বড় ভাই আতাউর রেহমান প্রথম তার প্রতিভা দেখে একটি জিম তৈরির সিদ্ধান্ত নেন। বাড়ির পেছনে একটি পিচ তৈরি করে দেন, সেখানেই মূলত হাসান আলির ক্রিকেটে হাতেখড়ি। ক্যারিয়ারে ভাইয়ের প্রভাব স্মরণ করতে ভুল করেননি হাসান। প্রথম শ্রেণীর কয়েকটি ম্যাচে অংশ নিয়ে দৃষ্টি কাড়েন। পিএসএলে’র ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমি ম্যানেজমেন্ট তাকে প্রথম আসরেই দলভুক্ত করে। উদীয়মান খেলোয়াড় হিসেবে দলভুক্ত হয়ে সাবেক ইংল্যান্ড কোচ এন্ডি ফ্লাওয়ার ও পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আকরামের সান্নিধ্য পেয়েছেন। হাসান বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য ছিল আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আমার পরবর্তী মূল লক্ষ্য হচ্ছে ২০১৯ বিশ্বকাপ।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসও হাসান আলীর প্রশংসা করে বলেছেন, ‘ওর উত্থানটা অসাধারণ। কিন্তু যেহেতু পাকিস্তানে এখন অনেক ক্রিকেট হচ্ছে সে কারণেই আমি আশা করব হাসানের মতো যারা তরুণ রয়েছে তারা যেন সঠিক কোচের অধীনে সঠিক ক্রিকেটটা শিখতে পারে। তাহলে তারা আর দ্রুত হারিয়ে যাবে না’। মোহাম্মদ আমিরের প্রসঙ্গ টেনে সাবেক অধিনায়ক ওয়াকার আরও যোগ করেন, ‘২০০৯ সালে স্পট ফিক্সিংয়ের ঘটনা না ঘটলে আমির আজ অন্য এক জায়গায় থাকতে পারত। ওই ঘটনা থেকে পাওয়া শিক্ষাটা কাজে লাগাতে হবে।’ পাঞ্জাবে জন্ম নেয়া ডানহাতি হাসান এ পর্যন্ত ২ টেস্ট, ২৫ ওয়ানডে ও ৯ টি২০তে যথাক্রমে ৬, ৫৪ ও ১২টি করে উইকেট নিয়েছেন।
×