ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপসা নদীতে নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৭, ২২ অক্টোবর ২০১৭

রূপসা নদীতে নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার রূপসা নদীতে পড়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসানের (১৯) লাশ প্রায় ৩৬ ঘণ্টা পর শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের আইজগাতি বাজার সংলগ্ন নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই শিক্ষার্থী বৃহস্পতিবার রাত ৮টার দিকে রূপসা নদী পার হওয়ার সময় ট্রলার থেকে রূপসার পূর্বঘাটে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁজ হন।শরীয়তপুর জেলার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে খালিদ হাসান তার ছোট ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসানকে নিয়ে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ট্রলারে করে রূপসা নদীর পূর্ব রূপসা ঘাট এলাকায় পৌঁছে ঘাটে উঠতে গিয়ে খালিদ পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও শুক্রবার পর্যন্ত তার সন্ধান মেলেনি। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শনিবার সকাল ৯টার দিকে খালিদ হাসানের লাশ আইজগাতি বাজার সংলগ্ন নদীর চর থেকে উদ্ধার করা হয়। নীলফামারীতে গাছ চাপায় অটোরিক্সা যাত্রী নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী-সৈয়দপুর সড়কের শিমুলতলীতে গাছ চাপায় লালন (২২) নামের এক অটোরিক্সাযাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় চারজন। শনিবার বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। নিহত লালন সদর উপজেলার বাবড়ীঝাড় ইউনিয়নের হাসিনুর রহমানের ছেলে। পুলিশ জানায়, লালন অটোরিক্সায় সৈয়দপুর থেকে বাড়ি ফিরছিল।
×