ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামায়াত সমর্থিত চেয়ারম্যানকে অতিথি করায় অনুষ্ঠান বর্জন করলেন মন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৭, ২২ অক্টোবর ২০১৭

জামায়াত সমর্থিত চেয়ারম্যানকে অতিথি করায় অনুষ্ঠান বর্জন করলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যানকে অতিথি করায় মতবিনিময় সভা বর্জন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। শনিবার দুপুরে জলঢাকায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানের মতবিনিময় সভা চলাকালে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধানের কাছে জামায়াত সমর্থিত চেয়ারম্যান সৈয়দ আলীর উপস্থিতির কারণ জানতে চেয়ে তাকে বিদ্রƒপ করে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনসার আলী মিন্টু ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় মন্ত্রী জেলার ডোমার উপজেলার দুই কোটি ২২ লাখ ৯৩ হাজার ৫৫০.৮৬ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন ও সেখানকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ডোমারের অনুষ্ঠান শেষে মন্ত্রী জলঢাকা উপজেলায় আসেন দুপুর সোয়া একটায়। সেখানে এসে মন্ত্রী ফিতা কেটে এক কোটি ৮০ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সরকার ফারহানা সুমী প্রমুখ।
×