ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র ॥ বাংলাদেশ সীমান্তে আরও চেকপোস্ট করছে ভারত

প্রকাশিত: ০৫:৪৬, ২২ অক্টোবর ২০১৭

টু ক রো  খ ব র ॥ বাংলাদেশ সীমান্তে আরও চেকপোস্ট করছে ভারত

ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে আরও সাতটি সমন্বিত চেকপোস্ট করার পরিকল্পনা করছে ভারত। এ বিষয়ে এরই মধ্যে চিঠি চালাচালিও শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অক্টোবরের ১৮ তারিখে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সবমিলিয়ে মোট ১৩টি চেকপোস্ট করার পরিকল্পনা নিয়েছে দেশটি। যার মধ্যে বাংলাদেশের সঙ্গেই রয়েছে সাতটি। এজন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি রুপি। পশ্চিমবঙ্গের সঙ্গে পাঁচটি পয়েন্টে চেকপোস্টগুলোর পরিকল্পনা করা হয়েছে। সেগুলো হলো হিলি, চ্যাংড়াবান্ধা, ঘোজাডাঙ্গা, মাহাদীপুর ও ফুলবাড়ি। এছাড়া মিজোরাম ও অসমেও একটি করে চেকপোস্ট বসানো হবে। এগুলো নির্মিত হলে পশ্চিমবঙ্গে সাতটি, অসমে তিনটি, মেঘালয়ে দুটি ও ত্রিপুরায় সাতটিসহ সবমিলিয়ে ভারতের সঙ্গে ১৯টি সম্মিলিত চেকপোস্ট হবে বাংলাদেশের। এই চেকপোস্টগুলোতে যাত্রী ছাউনি, মুদ্রা বিনিময় কাউন্টার, ইন্টারনেট হাব, কার্গো প্রক্রিয়াকরণ ভবন, কার্গো পরিদর্শন ছাউনি, গুদাম, হিমাগার, ব্যাংক, পরিবহন স্ক্যানার, পার্কিং, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘চেকপোস্ট দুটি দেশের সীমান্তবর্তী স্থানের বিরোধপূর্ণ বিষয়গুলোকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিয়ে আসে। এটি ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ সীমান্তের দুইপারে অসংখ্য ট্রাক ২০ দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এ সঙ্কট দূর করতে বর্তমানে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।’ এতে সীমান্তে প্রচুর সময় নষ্ট হচ্ছে; চেকপোস্টগুলো হয়ে গেলে এই ‘অপ্রয়োজনীয় সময় নষ্ট’ থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন তিনি। অর্থনীতি ডেস্ক
×