ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবাধিকার কমিশন সম্মেলনে এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৫:৪৬, ২২ অক্টোবর ২০১৭

মানবাধিকার কমিশন সম্মেলনে এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুন্সীগঞ্জে বিএইচআরসি ঢাকা দক্ষিণ অঞ্চলের মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহরের জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় সম্মেলন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মানবাধিকার কমিশন দেশ ও জাতির মঙ্গলে অগ্রসর ভূমিকা পালন করে থাকে। মানবাধিকার নিশ্চিত করার ফলে দেশের মানুষের অধিকারগুলো প্রাধান্য পায়। এ ছাড়া নারী ধর্ষণ ঠেকাতে সাংবাদিকদের ভূমিকাও রয়েছে যথাযথ। মিডিয়ার মাধ্যমেই দেশবাসী নারীদের নানা অবস্থা সম্পর্কে অবগত হয়ে থাকে। মিডিয়ার প্রচার এবং মানবাধিকার কমিশন দেশের অগ্রযাত্রায় গুরুত্ব বহন করে থাকে। বাংলাদেশ মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএইচআরসির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকিরের সভাপত্বিতে প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য, সংরক্ষিত আসনের এ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, ঢাকা দক্ষিণ বিভাগ গবর্নর কুতুব উদ্দিন আকসির, নরসিংদী জেলা সভাপতি মঞ্জুর এলাহি প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএইচআরসির প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। এদিকে অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এদিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুন্সীগঞ্জ জেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।
×