ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

প্রকাশিত: ০৫:৪৫, ২২ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে জামাতার পিটুনিতে জাফর আলী (৫৫) নামে এক শ্বশুর নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন জামাতা মুছা মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার সকাল ৬টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক এলাকায় ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে হাজীরটেক গ্রামের মোস্তফার ছেলে মুছা মিয়া একই এলাকায় তার শ্বশুর জাফর আলীর বাড়িতে থাকা স্ত্রী ও ২ সন্তানকে তার বাড়িতে নিতে আসেন। এ সময় শ্বশুরের সঙ্গে জামাতার তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জামাতা মুছা মিয়া শ্বশুর জাফর আলীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে তাকে ইট দিয়ে আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন জামাতা মুছা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মুছা মিয়ার স্ত্রী খায়রুন নেছা জানান, বেশ কিছুদিন ধরে তার স্বামী যৌতুকের জন্য তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। এ কারণে সে তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে আসে। সে ও তার সন্তান মুছা মিয়ার সঙ্গে স্বামীর বাড়িতে যেতে না চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। আড়াইহাজার থানার ওসি জানান, শ্বশুর বাড়িতে শ্বশুরের সঙ্গে জামাতার হাতাহাতির ঘটনা ঘটে। এতে শ্বশুর মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তিনি আরও জানান, বিকেল সোয়া ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। তবে মুছা মিয়াকে পুলিশ আটক করেছে। সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই স্টফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, শনিবার দুপুরে তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাশেদুল ইসলাম (২৮) খুন হয়েছেন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের হানিফ আলী মোল্লার তিন ছেলের মধ্যে ছোট ছেলে সজিব মোল্লার (১৯) বিয়ে নিয়ে শুক্রবার রাতে পারিবারিক বৈঠক হয়। এতে ছোট ভাইয়ের সঙ্গে অপর দুই ভাইয়ের বাগ্্বিত-া ও হাতাহাতি হয়। পরে শনিবার দুপুরে এ নিয়ে আবারও বড় ভাই রাশেদুলের সঙ্গে সজিবের বাগ্্বিত-া শুরু হয়। এক পর্যায়ে সজিব ধারালো ছুরি নিয়ে বড় ভাইয়ের পাঁজরে ঢুুকিয়ে দেয়। এতে রাশেদুল গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খাগড়াছড়িতে জেএসএস কর্মী পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, খাগড়াছড়িতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে জনসংহতি সমিতি সংস্কারপন্থী কর্মী সমুয়েল চাকমকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রীস্টানপাড়া এলাকার বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাপ্রু মার্মা জানান, শুক্রবার রাতে খ্রীস্টানপাড়ার মৃত শরত কুমার চাকমার ছেলে সমুয়েল বাড়ির পাশের বিল থেকে ব্যাঙ ধরার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সমুয়েলের লাশ বাড়িতে নিয়ে যায়। থানায় জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে। খাগড়াছড়ি সদর থানার ওসি জানান, নিহত সমুয়েল জেএসএসের সংস্কারপন্থী কর্মী। জেএসএস সংস্কারপন্থীদের মুখপাত্র সুধাকর ত্রিপুরা সমুয়েলকে নিজেদের কর্মী দাবি করে হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেছেন। রংপুরে স্বামীর হাতে স্ত্রী নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, রংপুরের গঙ্গাচড়ায় স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলা সদরের পশ্চিম মান্দ্রাইন গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ওই গ্রামের খরকু মিয়ার ছেলে সেলুন ব্যবসায়ী ফারুক মিয়া (৪০) শুক্রবার রাতে গঙ্গাচড়া বাজারের দোকান থেকে বাড়িতে ফেরার পর প্রতিদিনের ন্যায় পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্বামীর বেদম প্রহারে স্ত্রী মালেকা বেগম (৩৫) জ্ঞান হারিয়ে ফেলেন। চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে তৎক্ষণাৎ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তখন মালেকার লাশ বাড়িতে নিয়ে এসে গোপনে দাফনের চেষ্টা করা হয়। সংবাদ পেয়ে মহানগরীর উত্তম বেতারপাড়া এলাকার মালেকার মা মরিয়ম বেগম ও বড় ভাই মশিয়ার রহমান এসে লাশ দাফনে বাধা দেন। সুচতুর ফারুক মিয়া নিহতের স্বজনদের ম্যানেজ করার চেষ্টা করে। এতে ফল না হওয়ায় পর দিন শনিবার সকালে সংবাদ পেয়ে থানা পুলিশ ফারুককে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
×