ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পড়ার বিষয়

ফ্যাশন ডিজাইন এ্যান্ড ম্যানুফ্যাকচারিং

প্রকাশিত: ০৫:৪৪, ২২ অক্টোবর ২০১৭

ফ্যাশন ডিজাইন এ্যান্ড ম্যানুফ্যাকচারিং

আল-মামুন বিশ্বে শীর্ষ অর্থনীতির দেশ চীন। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশটির উচ্চশিক্ষার মানও বিশ্বমানের। তাই বিশ্বের নানা প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা চীনকে উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। চীন সরকারও বিদেশী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার গত অর্ধ শতাব্দী ধরে উš§ুক্ত রেখেছে। বিশ্বমানের শিক্ষা গ্রহণের জন্য বর্তমানে দেশটির বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কলেজ ও ইনস্টিটিউটের ক্যম্পাস একশ’র বেশি দেশের শিক্ষার্থীদের পদচারণায় মুখর। বর্তমানে প্রায় ৪ থেকে ৫ লাখ বাংলাদেশী শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে। বিশেষ করে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং। দেশটিতে এবার বাংলাদেশী শিক্ষার্থীদের বিনা টিউশন ফিতে প্রফেশনাল গার্মেন্টস ডিপোমা প্রোগ্রাম করার সুবর্ণ সুযোগ এসেছে। ‘ফ্যাশন ডিজাইন এ্যান্ড ম্যানুফ্যাকচারিং’ নামে এই কোর্সের রয়েছে ব্যাপক চাহিদা। প্রথমত, টেকনিক্যাল অর্থাৎ হাতেকলমে শিক্ষা হওয়ায় কোর্সটিতে অংশগ্রহণের একেবারে প্রথম থেকেই চাকরিতে নিয়োগ দেয়া হবে। পড়াশোনার পাশাপাশি চাকরি করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। এছাড়া ওভারটাইম করেও উপার্জনের সুযোগ রয়েছে। থাকা-খাওয়াবাবদ আরও ২০০ ডলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানি প্রদান করবে। শিক্ষার্থীদের যাতায়াত এবং চিকিৎসা ভাতাও প্রদান করা হবে। দ্বিতীয়ত, সফলভাবে কোর্স সমাপ্তিতে চীন সরকার প্রদত্ত ডিগ্রী নিয়ে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ, চীনসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ন্যূনতম এইচএসসি পাস ছেলে-মেয়ে উভয়েই কোর্সটিতে অংশ নিতে পারবে। তবে টিউটন ফি না লাগলেও কোর্সটিতে অংশ নেয়ার জন্য বিমানভাড়াসহ প্রায় ৪ লাখ টাকা খরচ পড়বে। এ ব্যাপারে আরও জানতে যোগাযোগঃ ০২-৪৮৯৫৫১৬৩, ০১৭৪৬-৫৫২৭৫৫। www.facebook.com/uttaratourstravels. যোগাযোগ : হোসেন টাওয়ার, হাউস বিল্ডিং, সেক্টর-৭, উত্তরা।
×