ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্বত্য চট্টগ্রামে শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত: ০৫:৪১, ২২ অক্টোবর ২০১৭

পার্বত্য চট্টগ্রামে শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২১ অক্টোবর ॥ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য বৃত্তির পরিমাণ আগামী বছর থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হবে। শনিবার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন। ২০১৬-১৭ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি পেল পার্বত্যাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২শ’ ৮১ শিক্ষার্থী। শনিবার দুপুরে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বান্দরবান জেলার সাত উপজেলায় কলেজ পর্যায়ে অধ্যয়নরত ২১৫ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২১২ সহ মোট ৪২৭ মেধাবী শির্ক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন আয়োজকরা। বাকি ৮৫৪ শিক্ষার্থী রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় এই বৃত্তির টাকা উত্তোলন করবে। তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের মাঝে এবার বিতরণ করা হবে সর্বমোট ৫৭ লাখ ৬০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ।
×