ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে অটোরিক্সার ওপর গাছ পড়ে চালক নিহত

প্রকাশিত: ০৫:৪০, ২২ অক্টোবর ২০১৭

রাজশাহীতে অটোরিক্সার ওপর গাছ পড়ে চালক নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে গাছ উপড়ে অটোরিক্সার ওপর পড়ে চালক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর নগরীর শালবাগান এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম কোরবান আলী। তিনি ব্যাটারিচালিত অটোরিক্সায় তিন যাত্রী নিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিশাল কড়ইগাছ ভেঙ্গে পড়ে অটোরিক্সার ওপর। ভেঙ্গে যায় অটোরিক্সাটি। অটোযাত্রীরা এ ঘটনায় বেঁচে গেলেও প্রাণ হারান অটোচালক কোরবান আলী। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভোলাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। আহত যাত্রী তিনজনই একই গ্রামের পারভেজের স্ত্রী হাসি বেগম (৩২), বাবুলের স্ত্রী পারুল (৩০)। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসা দেয়া হয়। স্থানীয়দের কয়েকজন জানান, হঠাৎ বিকট শব্দ তাদের কানে আসে। এরপর তারা লক্ষ্য করেন একটু আগে দাঁড়িয়ে থাকা গাছটি রাস্তার মাঝ বরাবর পড়ে আছে। সেটির নিচে চাপা পড়ে আছে একটি অটোরিক্সা। স্থানীয়রা এসে চাপা পড়া অটোচালক ও যাত্রীদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। তবে ঘটনাস্থলেই অটোচালক মারা যায়। এদিকে, এ ঘটনার পর রাজশাহী-নওগাঁ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের একটি বিকল্প রাস্তা দিয়ে অল্প পরে যানবাহন চলাচল শুরু করে। রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, দমকল বিভাগের কর্মীরা সংবাদ পেয়ে রাতে গাছটি সরিয়ে ফেলার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
×