ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঁচামরিচ এবার ২২০ টাকা

প্রকাশিত: ০৫:৩১, ২২ অক্টোবর ২০১৭

কাঁচামরিচ এবার ২২০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দাম কমার দুই সপ্তাহ না পেরুতেই আবার উর্ধগতিতে কাঁচামরিচের বাজার। ৮০ টাকা মূল্য বৃদ্ধি পেয়ে একদিনের ব্যবধানে একলাফে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আগেরবার মূল্য বৃদ্ধির পেছনে আমদানি সঙ্কটসহ বিভিন্ন কারণ থাকলেও এবার কারণ ভিন্ন, তা হলো বৈরী আবহাওয়া। এমনটাই বলছেন ব্যবসায়ীরা। শুধু কাঁচামরিচই নয়, বৈরী আবহাওয়ায় দাম বেড়েছে অন্য সবজিরও। আর আবহাওয়ার এ বৈরিতা আরও কয়েকদিন অব্যাহত থাকলে সব সবজির মূল্য বৃদ্ধির আশঙ্কার কথা বলেছেন বিক্রেতারা। শনিবার রাজধানীর কারওয়ানবাজার, পূর্ব রাজাবাজার ও শুক্রাবাদ কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। সর্বশেষ পাইকারি বাজারের তথ্য অনুযায়ী, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়, যা গতকালও বিক্রি হয়েছিল ১১০-১৩০ টাকায়। অন্যদিকে সবজির খুচরা বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, একদিনের ব্যবধানে ৮০ টাকা বৃদ্ধি পেয়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এছাড়া ৩০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, ১০ টাকা বৃদ্ধি পেয়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৪০ টাকা মূল্যবৃদ্ধি হয়ে প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকায় ও ১০ টাকা বেড়ে প্রতিকেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে অপরিবর্তিত দামে প্রতি কেজি পটোল ৫৫-৬০ টাকায়, টমেটো ১২০ টাকায়, পেঁপে ২৫-৩০ টাকায়, বরবটি ৭৫-৮০ টাকায়, ধনিয়াপাতা ২০০ টাকায়, চিচিঙ্গা ৫৫-৬০ টাকায়, সিম ১৬০-২০০ টাকায়, শসা ৪৫-৫০ টাকায় ও আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ও জালি কুমড়া বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়।
×