ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামার্নিতে ছুরি হামলায় আহত চার

প্রকাশিত: ০৫:৩০, ২২ অক্টোবর ২০১৭

জামার্নিতে ছুরি হামলায় আহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানির মিউনিখ শহরে ছুরি হামলায় অন্তত চারজন পথচারী আহত হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে জার্মান পুলিশ। খবর বিবিসি ও এএফপির। শনিবার স্থানীয় সময় ভোর ছয়টার দিকে শহরটির রোজেনহাইমার প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিউনিখে রাস্তায় চলার সময় হঠাৎ এক ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর লোকটি ছুরি দিয়ে কয়েকজনকে জখম করে। তবে আহতদের অবস্থা গুরুতর নয়। হামলাকারী ঘটনাস্থল থেকে বাইসাইকেল যোগে দ্রুত পালিয়ে য়ায়। পরে পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে চেহারার বর্ণনা শুনে একজনকে আটক করে। পুলিশ বলছে,ওই ব্যক্তিই হামলাকারী কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই হামলাকারীর বয়স চল্লিশের কোটায়। হামলার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
×