ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে জালিয়াতি মামলা, আটক ১৫

প্রকাশিত: ০৫:২৯, ২২ অক্টোবর ২০১৭

ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে জালিয়াতি মামলা, আটক ১৫

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সামাজিক অনুষদের ডিন, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিম প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি জনিয়েছেন, রাতে কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান একই দাবি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে এটিএম কার্ডের মতো দেখতে ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করায় একটি জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে। ওই জালিয়াতি মামলায় ইতোমধ্যে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে একটি ফেসবুক গ্রুপ প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে ফেসবুকে প্রচার চালাচ্ছে। ছাত্রলীগ নেতাসহ রিমান্ডে ৩ ॥ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানাসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে সিআইডি। শনিবার মামলার শুনানি শেষে মহানগর হাকিম মাহমুদা আক্তার আসামিদের জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি হলো ঢাবি ছাত্র আব্দুল্লাহ আল মামুন ও পরীক্ষার্থী ইশরাক হোসেন রাফি।
×