ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে সূচক ও লেনদেন

প্রকাশিত: ০৫:২৯, ২২ অক্টোবর ২০১৭

দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে সূচক ও লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্যসমাপ্ত সপ্তাহে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটিই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৩৭ দশমিক ৯৬ শতাংশ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ১৩ দশমিক ৬৯ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, গত সপ্তাহে ডিএসইতে দুই হাজার ৮৬৮ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল চার হাজার ৬২২ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭ দশমিক ৯৬ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ারদর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২৪ দশমিক ৮৫ পয়েন্ট। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩২ শতাংশ বা ২৪ দশমিক ৮৫ পয়েন্ট। আর ডিএস৩০ সূচক দশমিক ৪২ শতাংশ বা ৯ দশমিক ১৭ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২৩২ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩ দশমিক ৬৯ শতাংশ। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমেছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এরমধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ওয়াতা কেমিক্যালস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে চার কোটি ৬০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এ কোম্পানির ২৩ কোটি তিন লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে তিন কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ২২ লাখ আট হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এক কোটি দুই লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ইস্টার্ন লুব্রিকেন্টসের ১১ দশমিক ৫৪ শতাংশ, বিবিএস কেবলসের ৯ দশমিক ৯৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৮ দশমিক ৭৩ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮ দশমিক ৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৮ দশমিক ৫ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ১৪ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৭ শতাংশ দর বেড়েছে।
×