ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লুজারের শীর্ষে ইফাদ অটোস

প্রকাশিত: ০৫:২৮, ২২ অক্টোবর ২০১৭

লুজারের শীর্ষে ইফাদ অটোস

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২১ দশমিক ৬৯ শতাংশ। তবে এ দর কমায় প্রভাব রেখেছে রাইটের সমন্বয়। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এ কোম্পানির ১২৭ কোটি ৭৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিথুন নিটিং এ্যান্ড ডাইং লিমিটেড। এ কোম্পানির শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি ৫৪ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে সাত কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮৯ লাখ ছয় হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে চার কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো স্ট্যাইল ক্রাফট ১১ দশমিক ৪০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১০ দশমিক ৯৭ শতাংশ, মেঘনা কনডেনসড মিল্ক ১০ দশমিক ৮৬ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্স ১০ দশমিক ৩৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ১০ দশমিক ১৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ১০ দশমিক ১৪ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইল মিলস লিমিটেডের ৯ দশমিক ৪ শতাংশ দর বেড়েছে।
×