ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানের ওপর নিষেধাজ্ঞা, প্রতিনিধি পরিষদে আগামী সপ্তাহে ভোট

প্রকাশিত: ০৫:২২, ২২ অক্টোবর ২০১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা, প্রতিনিধি পরিষদে আগামী সপ্তাহে ভোট

ইরান ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আগামী সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদ আলোচনা করতে যাচ্ছে। এ বিষয়ে আলোচনা শেষে পরিষদে ভোটাভুটি হবে। শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কেভিন ম্যাককার্থি এবং পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড রয়সে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কংগ্রেসের কাজ করা উচিত। তারা বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আগামী সপ্তাহে জরুরী ভিত্তিতে কর্মপদ্ধতি ঠিক করা হবে। -ওয়েবসাইট
×