ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিন ॥ ওয়াশিংটনকে মস্কো

প্রকাশিত: ০৫:২১, ২২ অক্টোবর ২০১৭

ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিন ॥ ওয়াশিংটনকে মস্কো

ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রগুলোকে আমেরিকার মূল ভূখণ্ডে ফিরিয়ে নেয়া প্রয়োজন। ওয়েবসাইট শুক্রবার মস্কোয় পরমাণু অস্ত্র নির্মূল বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ল্যাভরভ। এ সময় তিনি ১৯৮৭ সালে আমেরিকার সঙ্গে রাশিয়ার স্বাক্ষরিত ইন্টারমেডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে বলে উল্লেখ করেন। সম্প্রতি আমেরিকা অভিযোগ করেছে, রাশিয়া ওই চুক্তি লঙ্ঘন করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার পক্ষ থেকে ওই চুক্তির সম্ভাব্য লঙ্ঘনের ব্যাপারে মস্কোরও উদ্বেগ রয়েছে। এর একদিন আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোচিতে এক বক্তব্যে সতর্ক করে দিয়ে বলেছিলেন, আমেরিকা আইএনএফ থেকে বেরিয়ে গেলে রাশিয়াও তাৎক্ষণিকভাবে এই চুক্তি বাতিল করবে।
×