ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটেনে অপরাধী কর্মকান্ড, ট্রাম্পের অযাচিত মন্তব্যের সমালোচনা

প্রকাশিত: ০৫:২০, ২২ অক্টোবর ২০১৭

ব্রিটেনে অপরাধী কর্মকান্ড, ট্রাম্পের অযাচিত মন্তব্যের সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় ব্রিটেনের ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকান্ডে ইন্ধন যোগানের জন্য চরমপন্থী ইসলামী সন্ত্রাসীদের দায়ী করেছেন। ট্রাম্প বলেন, ব্রিটেনে ইসলামী সন্ত্রাস বিস্তারের মধ্য দিয়ে সব ধরনের অপরাধ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার এ কথার প্রতিক্রিয়ায় লেবার দলীয় এমপি ইভেটি কুপার বলেন, এ ধরনের বিবৃতি উস্কানিমূলক এবং অজ্ঞতাপ্রসূত। একই সঙ্গে সাবেক লেবার নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড ট্রাম্পকে একজন ‘মূঢ়’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন ধরনের মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছে। অপরাধ কার্যক্রমের সর্বশেষ চিত্র জাতীয় পরিসংখ্যান দফতর ওএনএস থেকে সংগ্রহ করে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন। এতে বলা হয়েছে জুন পর্যন্ত বিগত ১২ মাসে ব্রিটেনে সব ধরনের অপরাধ শতকরা ১২ ভাগ বেড়েছে। এতে ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলসের অপরাধচিত্রের বর্ণনা আছে সমগ্র যুক্তরাজ্যের নয়। গত বছরের পুলিশ রেকর্ড অনুযায়ী ৫২ লাখ অপরাধ কার্যক্রমের ঘটনা ঘটে যার বেশিরভাগই সন্ত্রাস সম্পর্কিত। এসব অপরাধের মধ্যে রয়েছে জনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম, মেয়েদের উত্ত্যক্ত করা, হয়রানি, অবৈধ অস্ত্র বহন ও ডাকাতি। এসব অপরাধের সঙ্গে উগ্র ইসলামী সন্ত্রাসীদের কোন যোগসূত্র আছে বলে ওএনএসের পরিসংখ্যানে উল্লেখ করা না হলেও এটি জানা গেছে ৬৬৪টি নরহত্যার মধ্যে ৩৫টিই সংঘটিত হয় লন্ডন ও ম্যানচেস্টারের সন্ত্রাসী হামলায়। মার্কিন গণমাধ্যম এই ধারণা করছে যে, ডোনাল্ড ট্রাম্প হয়ত শুক্রবার সকালে প্রচারিত ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের পরিসংখ্যান অনুযায়ী তার টুইটে ব্রিটেনের সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে এই মন্তব্য করেন। তবে ব্রিটেনের মেট্রোপলিটান পুলিশ ট্রাম্পের টুইটকে কোন কাজে আসার মতো নয় বলে উল্লেখ করেছে। -বিবিসি
×