ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রসহ দু’জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮, ২২ অক্টোবর ২০১৭

বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রসহ দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে প্রবল বর্ষণে খিলগাঁও ও যাত্রাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক মাদ্রাসার ছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার বাবার নাম আইয়ুব আলী। সে মেরাদিয়া মসজিদ গলিতে পরিবারের সঙ্গে থাকত। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রবল বর্ষণে মেরাদিয়া বাসার সামনে রাস্তায় বৈদ্যুতিক ছেঁড়া তার পড়েছিল। বিকেলে আতিকুর বাসা থেকে বের হয়। পরে বাসার অদূরে রাস্তায় ওই বিদ্যুতের ছেঁড়া তার লেগে বিদ্যুতস্পষ্ট হয় সে। পরে আতিকুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। কৃষক লীগের উপদেষ্টা হলেন আলম আহমেদ স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আলম আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই অনুষ্ঠিত কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। চলতি ২০ অক্টোবর কৃষক লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার সামছুল হক রেজা স্বাক্ষরিত প্যাডে আলম আহমেদকে উপদেষ্টা নির্বাচিত করে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়। মিয়ানমার জেনারেলদের প্রবেশ নিষিদ্ধের আহ্বান কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ওপর নৃশংসতার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে মিয়ানমারের জেনারেলদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩ কংগ্রেসম্যান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে লেখা চিঠিতে তারা দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। শনিবার কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরকে দেয়া ওই চিঠিতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি; দুই দলের কংগ্রেস সদস্যই স্বাক্ষর করেছেন। চিঠিতে অভিযোগ করা হয়, রাখাইনে সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে আগ্রহ দেখাচ্ছে না মিয়ানমার সরকার।
×