ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় মুরগির লরি উল্টে এক বাংলাদেশী নিহত, আহত ২

প্রকাশিত: ০৪:১৭, ২২ অক্টোবর ২০১৭

মালয়েশিয়ায় মুরগির লরি উল্টে এক বাংলাদেশী নিহত, আহত ২

বিডিনিউজ ॥ মালয়েশিয়ায় মুরগিবাহী লরি উল্টে এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশী। নিহত বাংলাদেশীর নাম রাইজুল মিয়া (৩৩) বলে জানা গেছে। আহত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির মালাক্কা প্রদেশের মারলিমাও এলাকার জালান মেম্বান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পত্রিকাগুলো খবরটি প্রকাশ করেছে। আহত লরি চালক ও অন্য দুই বাংলাদেশী শ্রমিককে চিকিৎসার জন্য মেলাকা হাসপাতালে নেয়া হয়েছে। জাসিন জেলা পুলিশের প্রধান সহকারী কর্মকর্তা আরশাদ আবু স্ট্রেইটস টাইমস পত্রিকাকে বলেন, “১০ টন ধারণক্ষমতাসম্পন্ন লরির চালক সড়কের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও লরিটি রাস্তার পাশে উল্টে যায়। লরিতে থাকা তিন হাজার তিন শ’ বিশটি মুরগির বাচ্চা পিষ্ট হয়ে মারা যায় ও ঘটনাস্থলে রাইজুল মিয়া নামে এক বাংলাদেশী নিহত হন। মালয়েশিয়ায় ভূমি ধসে বাংলাদেশী তিন শ্রমিক নিহত বিডিনিউজ ॥ মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেনাংয়ে ভূমিধসে বাংলাদেশী তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার পেনাংয়ের রাজধানী জর্জ টাউনে নির্মাণাধীন ভবনস্থলে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদপত্র নিউ স্ট্রেইট টাইমস। স্থানীয় কর্তৃপক্ষ মোট চারজন শ্রমিকের লাশ উদ্ধারের খবর জানিয়ে বলেছে, এদের তিনজন বাংলাদেশী। নিহত বাংলাদেশীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যেও বাংলাদেশী রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার কাজ চালালেও তাতে সমস্যার কথা জানিয়েছেন পেনাংয়ের ফায়ার এ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক সাদন মোখতার। তিনি বলেন, ‘এখন আমাদের যে সমস্যা হলো, ৩৫ মিটার উঁচু মাটির স্তুূপ সরাতে হবে। আমরা উদ্ধার কাজে কুকুর নামিয়েছি।’ নিখোঁজদের মধ্যে বাংলাদেশী ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তানী ও রোহিঙ্গা রয়েছে।
×