ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউনিলিভারের ডিজিটাল উইক সমাপ্ত

প্রকাশিত: ০৪:১৭, ২২ অক্টোবর ২০১৭

ইউনিলিভারের ডিজিটাল উইক সমাপ্ত

বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ডিজিটাল মিডিয়ার ব্যবহার অনস্বীকার্য। আর তাই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ডিজিটাল উইক ২০১৭। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ইউনিলিভারের কর্মকর্তাদের মাঝে ডিজিটাল মিডিয়ার বিভিন্ন উপযোগিতাকে তুলে ধরা এবং পারিপার্শ্বিক বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। ফারহান কোরেশী (গুগল সাউথ এশিয়া মার্কেট-প্রধান), ইয়াসির আজমান (ডেপুটি সিইও ্ সিএমও- গ্রামীণ ফোন), জাকারিয়া স্বপন (সিইও-গ্রিয়.পড়স), ওয়াসিম আলিমসহ (সিইও-ঈযধষফধষ.পড়স) দেশী এবং বিদেশী বিভিন্ন বক্তারা পাঁচদিন এই কর্মশালায় আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং এর যথাযথ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপনী দিনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির নতুন উদ্ভাবন এবং ধারণা আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে। বাংলাদেশ সরকার আধুনিক নানা ডিজিটাল উদ্ভাবনী ভাবনা এবং প্রবর্তকদের পৃষ্ঠপোষকতা করতে ইচ্ছুক। অনুষ্ঠানে উপস্থিত কেদার লেলে-চীফ অপারেটিং অফিসার ইউনিলিভার বাংলাদেশ লিঃ তার বক্তব্যে বলেন, ইউনিলিভার ডিজিটাল সপ্তাহ ২০১৭ আয়োজিত হয়েছে আজকের বিশ্বের ডিজিটাল কর্মকা- সম্পর্কে কর্মচারীদের পরিচয় ও এ বিষয়ে ক্ষমতায়নের উদ্দেশ্যে। -বিজ্ঞপ্তি
×