ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইনে অর্থ প্রেরণ

প্রকাশিত: ০৪:০৮, ২২ অক্টোবর ২০১৭

অনলাইনে অর্থ প্রেরণ

ব্যাংকিং চ্যানেলের বাইরে বিদেশ থেকে টাকা পাঠানোর অস্বচ্ছ ও আপাত অদৃশ্য মাধ্যম হলো হুন্ডি। এটি বহু পুরনো মাধ্যম। রাষ্ট্রে এর আইনী বৈধতা দেয়া হয়নি। ফলে যার যেমন খুশি সেভাবে এবং ইচ্ছেমাফিক মুনাফায় টাকা পাঠিয়ে থাকে। এর ফলে ক্ষতির আশঙ্কা নানাবিধ। প্রথমত, যিনি প্রাপক ও যিনি প্রেরকÑ উভয়েই আর্থিক ঝুঁকির ভেতরে থাকেন। দ্বিতীয়ত এতে সময় ব্যয় হয় অনির্দিষ্ট হিসাবে, অর্থাৎ টাকা লেনদেনে বেশ কয়েকদিন লেগে যেতে পারে। তৃতীয়ত, বৈধ হিসাবের অগোচরে থাকে বলে অর্থ লেনদেনের কোন হিসাব পাওয়া যায় না। তাই রেমিট্যান্সের প্রকৃত হিসাব জানা সম্ভব হয় না। চর্তুথত, বলা যায় এটিই সবচেয়ে বড় ক্ষতি, সেটি হলো রাষ্ট্র বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হয়। আধুনিক ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে চটজলদি টাকা পাঠানোর সুযোগ রয়েছে। কোন আধুনিক রাষ্ট্রের নাগরিক এই অত্যাধুনিক সুবিধাবঞ্চিত থাকবেন, এমনটি প্রত্যাশিত নয়। তাই কিছুটা দেরিতে হলেও অনলাইনে অর্থ প্রেরণের ব্যবস্থা চালুর ঘোষণা এসেছে। দেশের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের আসর ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’-এর দ্বিতীয় দিনেই বহু প্রতীক্ষিত এই ঘোষণাটি আসে। পেপ্যালের জুম সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘বিদেশে থাকা এক কোটি ১৮ লাখ প্রবাসী গত অর্থবছরে প্রায় ১৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। এর বাইরে হুন্ডির মাধ্যমে কত টাকা এসেছে তার কোন হিসাব নেই। এখন পেপ্যাল চালু হওয়ায় দ্রুত টাকা পাঠানোর সুবিধার কারণে প্রবাসীরা আর হুন্ডিতে টাকা পাঠাবেন না।’ বিশ্বের ২০৩টি দেশে পেপ্যাল সেবা চালু আছে। এর মধ্যে ২৯টি দেশে পূর্ণাঙ্গ সেবা ও ১০৩টি দেশে ইনবাউন্ড সেবা চালু আছে। জুম সেবা চালুর ফলে পেপ্যালের এ্যাকাউন্টধারীরা আগে বাংলাদেশে টাকা পাঠাতে পারতেন না। তবে এখন থেকে যুক্তরাষ্ট্রের পেপ্যাল এ্যাকাউন্টধারীরা তাদের পেপ্যাল ওয়ালেট ব্যবহার করে প্রতিবার সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠাতে পারবেন। পেপ্যাল ইন্টারনেট ভিত্তিক বিশ্বের বৃহত্তম পেমেন্ট ব্যবস্থা। জুম তাদের ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস। এক সময় জুম আলাদা কোম্পানি থাকলেও ২০১৫ সালে পেপ্যাল তা কিনে নেয়। একই বছর শেষদিকেই কয়েকটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে জুমের সেবা চালু হয়। কিছুদিন পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। প্রবাসীরা জুম ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যে দেশে টাকা পাঠাতে পারবেন। যারা দেশে বসে বিদেশে কাজ করেন, অর্থাৎ ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ে জড়িত, তারাও এই সুবিধা পাবেন। উল্লেখ্য, ফ্রিল্যান্সিংয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। পেপ্যাল সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনার সুযোগ সৃষ্টি করা ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি। এই সেবা উদ্বোধনের মাধ্যমে সেই দাবি পূরণ হলো। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আপাতত পেপ্যালের জুম সার্ভিসের মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সার ও প্রবাসী বাংলাদেশীরা অর্থ পাঠাতে পারবেন। আপাত এই সেবা হবে ‘ইনবাউন্ড’। অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো হলে তা তোলা যাবে। তবে বাংলাদেশ থেকে কেউ বিদেশে টাকা পাঠাতে পারবেন না। আগামীতে আউটবাউন্ড চালু হবে বলে আশা করা যায়। কিছু সীমাবদ্ধতাসহ অনলাইনভিত্তিক অর্থ লেনদেনের প্রক্রিয়া চালু হওয়ার বিষয়টিকে আপাত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখাই সমীচীন। অদূর ভবিষ্যতে সীমাবদ্ধতাগুলো দূরীভূত হবেÑ এই আশাবাদ ব্যক্ত করা যায়। সেক্ষেত্রে দেশে বসেও মানুষ বিদেশে টাকা পাঠানোর সুযোগ পাবেন।
×