ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাবুলে দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭২

প্রকাশিত: ০৮:১৯, ২১ অক্টোবর ২০১৭

কাবুলে দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭২

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক রাতে দুটি মসজিদে বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে নামাজের সময় কাবুলের পশ্চিমাংশে দাস্ত-ই-বারসি এলাকার ইমাম জামান মসজিদে ওই বিস্ফোরণ ঘটানো হয়। খবর বিবিসি অনলাইনের। কাবুলের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, তবে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে তারা এখনও নিশ্চিত হতে পারেননি। হামলাকারীরা প্রথমে নামাজে দাঁড়ানো শিয়াদের ওপর গুলি চালায়। পরে বোমা বিস্ফোরণ ঘটায়। ঘণ্টাখানেকের ব্যবধানে দ্বিতীয় ঘটনাটি ঘটে গর প্রদেশের একটি সুন্নি মসজিদে, যেখানে অন্তত ৩৩ জন নিহত হন বলে বিবিসি জানিয়েছে। স্থানীয় এক রাজনীতিবিদকে লক্ষ্য করে ঐ হামলা চালানো হয়। এতে ঐ রাজনীতিবিদ নিহত হয়েছেন। বিবিসি লিখেছে, সাম্প্রতিক আফগানিস্তানে সংখ্যালঘু শিয়াদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যার দায় স্বীকার করেছে আইএস। এর মধ্যে কাবুলেই গত আগস্ট ও সেপ্টেম্বরে দুটি হামলা হয়েছে। চলতি বছর শিয়া মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের হামলায় অন্তত ৮৪ জন নিহত এবং ১৯৪ আহত হয়েছে বলে জাতিসংঘের তথ্য।
×