ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপসা নদীতে পড়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:৫৩, ২১ অক্টোবর ২০১৭

রূপসা নদীতে পড়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ খুলনার রূপসা নদীতে পড়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসান (১৯)। তিনি বৃহস্পতিবার রাত ৮টার দিকে রূপসা নদী পার হওয়ার সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন। খালিদ ঢাবির ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দুপুর ১টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও তার কোন সন্ধান পায়নি। এর পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। নিখোঁজ খালিদের স্বজনরাও ট্রলার নিয়ে নদীতে তাকে খুঁজছেন। জানা গেছে, শরীয়তপুর জেলার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান তার ছোট ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসানকে নিয়ে বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) করে রূপসা নদীর পূর্ব রূপসা ঘাট এলাকায় পৌঁছে ঘাটে উঠতে গিয়ে পা পিছলে খালিদ নদীতে পড়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও শুক্রবার বিকেল ৩টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকেই তারা উদ্ধার কাজ শুরু করে। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার দুপুর ১টা থেকে উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে। ডুবুরিরা নদীতে নামলেও প্রবল স্রোত থাকায় মাটির কাছে যেতে পারছেন না, উদ্ধার কর্মীদের স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার পাশাপাশি নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বন্ধ রয়েছে।
×