ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোটি টাকার কাপড় উদ্ধার

প্রকাশিত: ০৬:২৩, ২১ অক্টোবর ২০১৭

কোটি টাকার কাপড় উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে আষাঢ়িয়ারচর এলাকা থেকে একটি হাইএস মাইক্রোবাসভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এসব ভারতীয় পণ্যসহ তাদের আটক করে কাঁচপুর হাইওয়ে পুলিশ। আটক পণ্যের মধ্যে রয়েছে এক হাজার ২৯০ পিস শাড়ি ও লেহেঙ্গা, যার আনুমানিক মূল্য ৯১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো সাকিব ও রবিউল। শুক্রবার বিকেলে আটককৃত দুই আসামিসহ ভারতীয় শাড়ি ও থ্রিপিস সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। চার জেলের কারাদন্ড নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২০ অক্টোবর ॥ নিষেদ্ধাজ্ঞা আমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধে জেলার ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া কাচিকাটা এলাকা থেকে ৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। শুক্রবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলা চত্বরে আটক হওয়া ৪ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইলিশ মাছ ও কারেন্ট জাল জব্দ হরা হয়েছে।
×