ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে নয় জেলের কারাদন্ড

প্রকাশিত: ০৬:২১, ২১ অক্টোবর ২০১৭

লৌহজংয়ে নয় জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে নয় জেলেকে সাত দিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার অভিযানের সময় কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লৌহজংয়ের ইউএনও মনির হোসেন। জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিলি করা হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরে শুক্রবার দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই নয় জেলেকে সাত দিন করে কারাদ- দেয়া হয়। ফরিদপুরে পাঁচ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, শুক্রবার ভোরে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ ও হাজারবিঘাসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় আদালত পাঁচ জেলেকে আটক, আট হাজার মিটার কারেন্ট জাল ও ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে আদালত ওই পাঁচ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানাগুলোয় বিতরণ করা হয়েছে।
×