ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলাচলের অযোগ্য মুলাদীর তিন কিমি সড়ক

প্রকাশিত: ০৬:১৬, ২১ অক্টোবর ২০১৭

চলাচলের অযোগ্য মুলাদীর তিন কিমি সড়ক

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা এলাকার লক্ষাধিক জনসাধারণের চলাচলের একমাত্র জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন থেকে চলালাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। রাস্তাটি কার্পেটিংয়ের জন্য ইতোমধ্যে একাধিকবার স্থানীয় প্রকৌশল দফতরের কর্মকর্তাদের অবহিত করা সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্ষা মৌসুমে ওই তিন কিলোমিটার অংশে কাঁদায় একাকার হয়ে যায়। শুষ্ক মৌসুমে খানাখন্দে রাস্তার মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হলেও সংস্কারের অভাবে রাস্তা দিয়ে যানবাহন জনসাধারণের চলাচলে প্রতিনিয়ত মহাদুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি কাঁদায় একাকার হয়ে যায়। কাঁদা আর খানাখন্দে একাকার হওয়ায় রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা হেঁটেও চলাচল করতে পারছেন না মানুষ। প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীসহ এলাকাবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম মুন্সী বলেন, একমাত্র রাস্তাটি কার্পেটিং না হওয়ায় চরপদ্মা এলাকার কেউ অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিতে গ্রামবাসীকে মহাদুর্ভোগে পরতে হয়। তিনি আরও বলেন, ইউনিয়নের নমরহাট লঞ্চ ঘাট থেকে চাঁন মিয়া শিকদারের হাট হয়ে মুন্সীবাড়ির সামনে দিয়ে মাদ্রাসার হাট থেকে ইউনিয়নের সীমান্তবর্তী (শরিয়তপুরের বর্ডার) হারুন মিয়ার বাড়ি পর্যন্ত তিন কিলোমিটারের রাস্তাটি কার্পেটিংয়ের জন্য এলাকাবাসী দীর্ঘদিন থেকে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়েও কোন সুফল পাননি।
×