ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিডরে ঘরহারাদের পুনর্বাসনের ব্যারাক হাউস বেহাল

প্রকাশিত: ০৬:১১, ২১ অক্টোবর ২০১৭

সিডরে ঘরহারাদের পুনর্বাসনের ব্যারাক হাউস বেহাল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ অক্টোবর ॥ পূর্ব হাজীপুরের চরম জীর্ণদশা স্থাপনাটির নাম জাপানী ব্যারাক হাউস। সিডরবিধ্বস্ত ঘরহারা মানুষের আবাসস্থলের জন্য জাপান সরকারের অর্থায়নে এটি করা হয়। ২০টি গৃহহারা পরিবারকে আবাসন পুনর্বাসনের জন্য করা হয় এ দুটি ব্যারাক হাউস। প্রতিটি ব্যারাকে ১০টি পরিবার থাকার কথা। এখন ব্যারাক হাউস দুটির কঙ্কালসার অবস্থায়। বেড়া, চাল নেই ১৬টি কক্ষের। পিলার পর্যন্ত ভেঙ্গে গেছে। তারপরও চারটি পরিবার চরম বিপদাপন্ন অবস্থায় ব্যারাক হাউসের দুদিকে থাকছে। হাজীপুর শেখ জামাল সেতুর পূর্বদিকে বেড়িবাঁধের বাইরে এ ব্যরাক হাউস দুটির অবস্থান। ব্যারাকের দক্ষিণ দিকের শেষ প্রান্তে বাস করা বিধবা সেলিনা বেগম জানান, ছেলে শাহীন, ছেলের বউ আয়শাকে নিয়ে তারা থাকেন। অন্য কোন উপায় নেই তাই থাকছেন। সিডরের পরে এ ব্যরাক হাউস নির্মাণ করা হয়েছিল। বাঁধের সেøাপে বসবাস করা সেলিনার ঘরটি সিডরে বিধ্বস্ত হওয়ায় ঠিকানা হয় এ আবাসনে। সেলিনা জানান, ছোটখাটো ঝড়ে অনেকটা বিপর্যস্ত অবস্থা হয় ব্যারাক দুটির। ১৬টি কক্ষের এখন কোন চাল নেই। নেই বেড়া। অন্য যারা থাকতেন তারা বাধ্য হয়ে চলে গেছেন। এখন চালের স্ট্রাকচারে শিম গাছ লাগিয়েছেন। দিনমজুর ইয়াকুব মীর জানান, পাঁচজনের সংসার নিয়ে অন্য কোন উপায় নেই বলে থাকছেন। একই মন্তব্য তিনজনের সংসার দিনমজুর রেজাউলের। উল্লেখ্য, ২০০৯-১০ অর্থবছরে এ ব্যরাক হাউস দুটি নির্মাণ করা হয়েছিল। এভাবে কলাপাড়ায় মোট ৫১টি ব্যারাক হাউস করা হয়। কলাপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সমুন চন্দ্র দেবনাথ জানান, ওই ব্যারাক হাউসটি মেরামত কিংবা রক্ষণাবেক্ষণের জন্য এ মুহূর্তে কোন পরিকল্পনা নেই। উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।
×