ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৬:০৯, ২১ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বরিশাল কলোনি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ওরফে বাইট্টা ফারুক (৪২)। সে ছিল ১৮টি মামলার আসামি। বৃহস্পতিবার রাত ২টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিনটি আগ্নেয়াস্ত্র। অপরদিকে, শুক্রবার ভোরে নগরীর চাক্তাই এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে পাঁচ চিহ্নিত সন্ত্রাসীকে। এদের বিরুদ্ধেও চাঁদাবাজিসহ নানা অভিযোগে মামলা রয়েছে। র‌্যাব জানায়, আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনি এলাকায় মাদক বিক্রেতারা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। র‌্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক বিক্রেতারা সক্রিয় হয়। তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও গুলি চালায়। দু’পক্ষের মুখোমুখি বন্দুকযুদ্ধে নিহত হয় ফারুক হোসেন। র‌্যাব জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে বাইট্টা ফারুকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাওয়া যায় দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশী পিস্তল এবং একটি ওয়ান শূটারগান। তার বিরুদ্ধে মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। এদিকে, চট্টগ্রাম নগরীর চাক্তাই রামপট্টি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে পাঁচ চিহ্নিত সন্ত্রাসীকে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলোÑ ইলিয়াস ওরফে আশিক, সোহেল ওরফে ভ্যান সোহেল, সুজন, তারেকুল ইসলাম মামুন এবং রবিন।
×