ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণ ব্যাংকের পিয়নদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:০৯, ২১ অক্টোবর ২০১৭

গ্রামীণ ব্যাংকের পিয়নদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২০ অক্টোবর ॥ গ্রামীণ ব্যাংকের দৈনিকভিত্তিক পিয়ন-কাম-গার্ডদের নিয়োগপত্র না দিয়ে কাজের লোক হিসেবে ৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা শ্রম আদায় ও তাদের ওপর কর্মকর্তাদের নির্যাতন-হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের জামালপুর ও শেরপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মচারীরা। তারা শুক্রবার সকালে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। ব্যাংকটির পিয়ন জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে জানান, গ্রামীণ ব্যাংক দৈনিকভিত্তিতে মাত্র ৩০০ টাকা মজুরি দিয়ে একজন কর্মচারীকে সকালে ঝাড়ুদার, দিনে কর্মচারী ও রাতে পাহারাদারের কাজ করিয়ে নিচ্ছে কর্মকর্তারা। নিয়োগপত্রের পরিবর্তে শুধু কাজের অনুমতিপত্র দিয়ে তাদের ছুটিবিহীন ২৪ ঘণ্টা কাজ করানো হচ্ছে। এই অমানবিক কাজের প্রতিবাদ করতে গিয়ে কর্মকর্তাদের দ্বারা নানা হয়রানি ও নির্যাতনের শিকার এবং অনেক কর্মচারী চাকরিহারা হয়েছেন। এসব কর্মচারী নিয়োগপত্র ছাড়াই ৫ থেকে ১০ বছর ধরে গ্রামীণ ব্যাংকে চাকরি করে মানবেতর জীবন কাটাচ্ছেন।
×