ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৫:৫৩, ২১ অক্টোবর ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০ ১৬। সহনশীলতা,সহমর্মিতা,সহযোগিতা ও নেতৃত্বের গুনাবলী বিকশিত হয় - (র) সমবয়সী সঙ্গীদের সাথে খেলাধুলার মাধমে (রর) বন্ধুদের সাথে সদভাব থাকলে (ররর) তারা একে অপরের কাছ থেকে শিখে চলে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রও ররর (গ) রর (ঘ) র,রর ও ররর। ১৭। সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কখন- (ক) জন্মের সময়ে (খ) জন্মের পরে (গ) জন্মের আগে (ঘ) মৃত্যুর আগে। ১৮। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (ক) শিক্ষা প্রতিষ্ঠান (খ) ক্লাব (গ) শিশু সাহিত্য (ঘ) পরিবার। ১৯। শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এক অপরকে- (ক) সহযোগিতা করতে (খ) প্রভাবিত করে (গ) নেতৃত্ব শেখায় (ঘ) খেলাধুলা শেখায়। ২০। ফেসবুক ও টুইটারের মাধ্যমে - যোগাযোগ স্থাপিত হয় (রর) ছবি বিনিময় করা যায় (ররর) অর্থের লেনদেন হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ২১। শিশুর মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্বের গুনগুলো বিকশিত হয় - (ক) সমবয়সী সঙ্গীদের মাধ্যমে (খ) পরিবারের মাধ্যমে (গ) শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে (ঘ) সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে। ২২। কোন গণমাধ্যমটি নতুন প্রজন্মকে তার দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলে- (ক) রাজনৈতিক প্রতিষ্ঠান (খ) শিক্ষা প্রতিষ্ঠান (গ) সংবাদপত্র (ঘ) টেলিভিশন । ২৩। কীসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশ-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়? (ক) ই-কমার্স (খ) ই-মেইল (গ) ফেসবুক (ঘ) টুইটার । ২৪। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খওয়ানোর জন্য কোনটিকে বেশি প্রয়োজন ? (ক) তথ্যপ্রযুক্তি (খ) সংবাদপত্র (গ) চলচ্চিত্র (ঘ) টেলিভিশন। ২৫। কোনটি মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনকে নানাভাবে প্রভাবিত? (ক) টেলিভিশন (খ) প্রেস মিডিয়া (গ) রেডিও (ঘ) নাটক। ২৬। বড়দের সালাম দেওয়া আমাদের সমাজের একটি রীতি।এই রীতি আয়ত্ব করার প্রক্রিয়াকে বলে- (ক) সামাজিকীকরণ (খ) সামাজিক আদর্শ (গ) সামাজিক মূল্যবোধ (ঘ) সামাজিক শিষ্টাচার। ২৭। গণমাধ্যমের উপাদান কোনটি? (ক) টুইটার (খ) চলচ্চিত্র (গ) স্কাইপি (ঘ) ই-মেইল। ২৮। জনসাধারণের নিকট সংবাদ,মতামত ও বিনোধন পরিবেশনের মাধ্যম কোনটি ? (ক) সংবাদপত্র (খ) ফ্যাক্স (গ) গণমাধ্যম (ঘ) ইন্টারনেট। উত্তরঃ ১৬(ক), ১৭(খ), ১৮(ঘ), ১৯(ক), ২০(গ), ২১(ক), ২২(ঘ), ২৩(খ), ২৪(ক), ২৫(ক), ২৬(ক), ২৭(খ), ২৮(গ)।
×