ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবিতা

প্রকাশিত: ০৫:৪০, ২১ অক্টোবর ২০১৭

কবিতা

মন হয়ে যায় পাখি ফারুক হাসান সারাটা দিন দূর আকাশে কত রঙের মেলা ইচ্ছে করে হাওয়ায় ভেসে দিই কাটিয়ে বেলা। আমার যদি পাখির মতো থাকতো দু’টি ডানা ডানা মেলে উড়ে যেতাম শোনতাম না তো মানা। পাখির মতো ডানা তো নেই কেমনে উড়ি বলো তাইতো আমার যখন-তখন চোখ যে ছলোছলো। *ধানশালিকের ছোট্ট ছানা আবেদীন জনী ধানশালিকের ছোট্ট ছানা চপল চপল কোমল ডানা উড়তে শিখেছে এদিক ওদিক ইচ্ছে মতো ঘুরতে শিখেছে। কিচিরমিচির গানের সুরে বেড়ায় উড়ে বনটাজুড়ে ফুলপাতাদের মেলায় যায় কেটে যায় সারাবেলা নানান খেলায় খেলায়। খিদে পেলে আসে ফিরে- মা ও বাবার মায়ায় বোনা সবুজ পাতার ছায়ায় বোনা খড়কুটোর এক ছোট্ট নীড়ে। *শেখ রাসেল হামিদ মোহাম্মদ জসিম অমর কিশোর রাসেল তোমায় ভুলবে নাতো কেউ, যতকাল থাকবে আকাশ সাগর নদীর ঢেউ। রক্ত দিয়ে নাম লিখেছো দিয়ে গেছো প্রাণ, তুমি আকাশ সাগর নদী পাখির কলতান। তোমার কথা ভেবে ভেবে ভারাক্রান্ত মনে, কোটি চোখে অশ্রু ঝরে আজো সঙ্গোপনে।
×