ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাচীন মুদ্রার সন্ধান...

প্রকাশিত: ০৫:২৮, ২১ অক্টোবর ২০১৭

প্রাচীন মুদ্রার সন্ধান...

চীনের ঐতিহাসিক চীনামাটির শিল্পের জন্য বিখ্যাত জিংদেজেন শহরে এক হাজার বছরেরও পুরনো তামার কয়েনের সন্ধান পাওয়া গেছে। ক্যাশ কয়েনের ওজন প্রায় চার টনের মতো। পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের ফুলিয়াং কাউন্টিতে বাড়ি নির্মাণের সময় এগুলো খুঁজে পাওয়া যায়। কিছু কয়েন তং রাজবংশের (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) সময়ের। অন্যগুলো সং রাজবংশের (৯৬০-১২৭৯ খ্রিস্টাব্দ) সময়ের। -এএফপি চাঁদে বিশাল গুহা আবিষ্কার! জাপানি মহাশূন্য সংস্থা চাঁদে বিশাল এক গুহা আবিষ্কার করেছে। চাঁদ ঘিরে পরিভ্রমণরত মহাশূন্যযান সেলেনি গুহাটির অবস্থান নিশ্চিত করেছে। আবিষ্কৃত গুহাটি প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ ও এক শ’ মিটার চওড়া। ধারণা করা হচ্ছে প্রায় তিন শ’ ৫ কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত লাভা থেকে টিউবাকৃতির এই গুহা সৃষ্টি হয়েছে। আগামীতে চাঁদে অভিযান পরিচালিত হলে গুহাটি অভিযাত্রীদের বিপজ্জনক রেডিয়েশন ও তাপমাত্রা থেকে রক্ষায় আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতে পারে। -এএফপি
×