ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন টিটিপি প্রধান উসমান মানসুর হাফিজুল্লাহ

প্রকাশিত: ০৫:২৮, ২১ অক্টোবর ২০১৭

নতুন টিটিপি প্রধান উসমান মানসুর হাফিজুল্লাহ

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) নতুন প্রধান হিসেবে খলিফা উসমান মানসুর হাফিজুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি এ গোষ্ঠীর ডেরা দাম খায়েল এলাকার প্রধান ছিলেন। খলিফা উমর মানসুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করার পর নতুন নেতা নিয়োগের ঘোষণা দেয়া হয়। ডন নিউজ। সাংবাদিকদের কাছে পাঠানো ইমেইলে এ ঘোষণা দেয়া হয়। অবশ্য এক বছরেরও বেশি সময় আগে মার্কিন ড্রোন হামলায় উমর নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। উমরের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি টিটিপি। পাকিস্তানের ইতিহাসে ভয়াবহ কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল উমরের নেতৃত্বাধীন টিটিপি। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে বর্বরোচিত তালেবান হামলা তার মধ্যে অন্যতম। ২০১৪ সালের ১৬ ডিসেম্বরে চালানো টিটিপির ওই হামলায় এপিএসের ১৩৪ ছাত্রসহ অন্তত ১৫০ নিহত হয়েছিল। আফগানিস্তানের নানগারহার প্রদেশে গত বছর ১৩ জুলাই চালানো মার্কিন ড্রোন হামলায় তিন দেহরক্ষীসহ নিহত হন উমর মানসুর।
×