ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেদ্দায় আন্তর্জাতিক সিম্পোজিয়ামে রোহিঙ্গা নিয়ে আলোচনা

প্রকাশিত: ০৫:১৯, ২১ অক্টোবর ২০১৭

জেদ্দায় আন্তর্জাতিক সিম্পোজিয়ামে রোহিঙ্গা নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তাবিষয়ক প্রথম আন্তর্জাতিক সিম্পোজিয়ামে রোহিঙ্গা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সিম্পোজিয়ামে সীমান্ত সুরক্ষাবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। গত ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আবদুল আবদুল আজিজ আল-সৌদের তত্ত্বাবধানে এবং সৌদি বর্ডার গার্ডের আয়োজনে জেদ্দায় সিম্পোজিয়ামে ১৭টি দেশের স্থল ও সমুদ্র সীমান্ত নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় ৪৫ জন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার বিজিবি মহাপরিচালক তার গবেষণাপত্র উপস্থাপন করে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার অতীত ও বর্তমান, বিভিন্ন চ্যালেঞ্জ, পারস্পরিক সহযোগিতার সুফল ও বাংলাদেশ সীমান্তের অধিকতর নিরাপত্তায় তার অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি বিজিবি মহাপরিচালক সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধির উদ্দেশ্যে বাংলাদেশে সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গাদের প্রবেশের বিষয়টি তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সঙ্কটকে ‘মানবিক বিপর্যয়’ আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সঙ্কট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
×