ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাহোরে পাকিস্তান-শ্রীলঙ্কা টি২০

প্রকাশিত: ০৫:০৯, ২১ অক্টোবর ২০১৭

লাহোরে পাকিস্তান-শ্রীলঙ্কা টি২০

স্পোর্টস রিপোর্টার ॥ লাহোরে বহুল প্রতীক্ষিত পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার পূর্ব নির্ধারিত টি২০ ম্যাচ নিয়ে ঝামেলা কাটছেই না। প্রথমে ৪০ লঙ্কান ক্রিকেটার পাকিস্তানে না যেতে বোর্ডের (এসএলসি) বরাবর চিঠি দিয়েছিল। আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অধিনায়ক উপুল থারাঙ্গা। এসএলসি প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে আলাপ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর এ পর্যন্ত মাত্র ৭ খেলোয়াড় খেলতে আগ্রহ দেখিয়েছেন। আর যারা খেলবেন না তারা গোটা সিরিজের দল থেকেই বাদ পড়বেন। লঙ্কান নির্বাচক বোর্ডের প্রধান গ্রায়েম লেব্রয়’র বক্তব্যেও সেটি ফুটে ওঠে, ‘আমরা সিরিজের জন্য একই স্কোয়াড বেছে নেব, যে সকল খেলোয়াড় সততার সঙ্গে লাহোরে যেতে প্রস্তুত।’ আমিরাতে চলমান ওয়ানডে শেষে ২৯ অক্টোবর লাহোরে হবে তিন ম্যাচ টি২০’র শেষটি। এমন সিদ্ধান্ত ক্রিকেট মন্ত্রণালয়ের কাছ থেকে এসেছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক। যদি বোর্ড পুরো সিরিজের জন্য একই স্কোয়াডের নীতিতে অবিচল থাকে তাহলে শ্রীলঙ্কার সম্ভবত নতুন অধিনায়ক থাকবে। লেব্রয় আরও বলেন, ‘এই মুহূর্তে বোর্ড প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে কথা বলছে। তাই নির্বাচকরা এখনও ঠিক জানেন না যে, কাদের পাওয়া যাবে। তবে খুব দ্রুত আমাদের এটা জানা দরকার। এসএলসি নির্বাহী কমিটি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।’ এসএলসি অবশ্য খেলোয়াড়দের আশ্বস্ত করার চেষ্টা করছে যে, ২৪ ঘণ্টার পাকিস্তান সফর অনিরাপদ হবে না। তবে অন্তর্র্বর্তীকালীন নির্বাচকদের নির্দেশ দেয়া হয়েছে যারা কেবল লাহোরে যেতে ইচ্ছুক; তারাই আবুধাবীতে বাকি দুই ম্যাচে খেলার সুযোগ পাবেন।
×