ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিবের অবনমন

প্রকাশিত: ০৫:০৯, ২১ অক্টোবর ২০১৭

বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিবের অবনমন

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের আসন থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্থান নিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সাকিবের রেটিং পয়েন্ট যেখানে ৩৪৫, সেখানে হাফিজের রেটিং পয়েন্ট ৩৬০ হয়েছে। ২০১৩ সালে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছিলেন হাফিজ। এরপর কখনও সাকিব আবার কখনও হাফিজ এক নম্বর আসনে ছিলেন। অদল-বদল হয়েছে। এবার নবমবারের মতো শীর্ষস্থান দখল করলেন হাফিজ। আগের অবস্থান ধরে রেখে তিন নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, চার নম্বরে শ্রীলঙ্কান এ্যাঞ্জেলো ম্যাথুজ আর পাঁচ নম্বরে ইংল্যান্ডের এ্যাশেজ দল থেকে বাদ পড়া সমালোচিত বেন স্টোকস রয়েছেন। ওয়ানডের অলরাউন্ডার তালিকার সঙ্গে ব্যাটিং-বোলিংয়ের তালিকাও প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিংয়ে পাঁচধাপ এগিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহীম। ১৮তম অবস্থানে আছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরি করেন মুশফিক। তাতেই র‌্যাঙ্কিং বাড়ে মুশফিকের। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ২০-এ আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবালও। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৬ রানের ইনিংস খেলায় এবি ডি ভিলিয়ার্স ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে আছেন। বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন ভিলিয়ার্স। তিনে নেমে গেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। চার নম্বরে পাকিস্তানের তারকা বাবর আজম ও পাঁচ নম্বরে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক রয়েছেন। বোলারদের মধ্যে পাকিস্তানী পেসার হাসান আলী আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন। ছয়ধাপ এগিয়ে তিনি শীর্ষে উঠে গেছেন। বাংলাদেশ পেসার রুবেল হোসেনেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেট নেন রুবেল। সাতধাপ এগিয়ে রুবেলের অবস্থান এখন ৬১ নম্বরে। একধাপ এগিয়ে সাকিব আছেন ১৯ নম্বরে। বোলিংয়ের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, এরপর অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, দক্ষিণ আফ্রিকার কেগিসো রাবাদা ও পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক রয়েছেন।
×