ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আলোচনায় টেইলর

প্রকাশিত: ০৫:০৮, ২১ অক্টোবর ২০১৭

আলোচনায় টেইলর

স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়েতে জিম্বাবুইয়ে ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। শক্তি-সামর্থ্যে যেখানে অনেক অনেক এগিয়ে থাকছে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয়রা। তবে সব ছাপিয়ে আলোচনায় দুই স্বাগতিক ক্রিকেটার ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস। দীর্ঘদিন পর ইংলিশ কাউন্টি ছেড়ে জন্মভূমিতে ফিরেছেন সাবেক অধিনায়ক টেইলর ও আরেক তারকা জার্ভিস। এই ম্যাচ দিয়ে জিম্বাবুইয়ের জার্সিতে অনেকটা পুনর্জন্ম হচ্ছে এক সময়ের তুখোড় দুই পারফর্মারের। দারুণ খুশি কোচ হিথ স্ট্রিক বলেছেন, টেইলর এবং জার্ভিস ফেরায় ইতোমধ্যেই দলে একটি ইতিবাচক প্রভাব পড়েছে। এক সময়ের তারকা পেসার ও বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পালন করা স্ট্রিক বলেন, ‘ওরা যোগ দেয়ায় দল এখন অনেক বেশি উজ্জীবিত। ইংল্যান্ডে তাদের পেশাদার ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আশা করছি নিজেদের অভিজ্ঞতা তারা বর্তমান খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করবে। তারা দলে অনেক কিছু নিয়ে এসেছে। ইতোমধ্যেই তার প্রমাণ মিলেছে। তারা আসায় দলের পরিবেশই তাৎপর্যপূর্ণভাবে বদলে গেছে এবং সকলেই তাদের ঘিরে সামনের দিকে এগোতে চায়, তাদের কাছ থেকে শিখতে চায়।’ টেইলর ২০১৪ এবং জার্ভিস ২০১৩ সালে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন। আর্থিক নিশ্চয়তা এবং প্রশাসনে উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও কোচিং অবকাঠামোর কারণেই পুনরায় দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দু’জনে।
×