ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাস্টলের জায়গায় সোধি

প্রকাশিত: ০৫:০৭, ২১ অক্টোবর ২০১৭

এ্যাস্টলের জায়গায় সোধি

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরের শুরুতেই ইনজুরির ধাক্কা শুরু হয়েছে নিউজিল্যান্ড ক্রকেট দলে। কুঁচকিতে টান পড়ায় ভারত সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি২০ দল থেকে ছিটকে পড়লেন টড এ্যাস্টল। এবার এই লেগস্পিনারের মোক্ষম সুযোগ ছিল ওয়ানডে অভিষেকের। তিনি ইতোমধ্যেই কিউই জার্সিতে ২ টেস্ট ও ২ টি২০ খেলেছেন। এ্যাস্টলের এই হঠাৎ ইনজুরিতে ওয়ানডে দলে ফিরেছেন আরেক স্পিনার ইশ সোধি। ভারত সফরে অবশ্য টি২০ দলে ছিলেন তিনি। কিন্তু এ্যাস্টলের ইনজুরি ৩১ বছর বয়সী লেগ স্পিনারের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। রবিবার থেকে তিন ম্যাচের ওয়ানেডেতেও দেখা যেতে পারে তাকে। সোধি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত এপ্রিলে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। মঙ্গলবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ভারতের বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচের সময় চোট পান এ্যাস্টল। মাত্র তিন বল করে মাঠ ছাড়েন তিনি। বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, কুঁচকির ডানপাশে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এ্যাস্টল।
×