ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপার ফোর পর্ব শেষ আজ

ফাইনালে ওঠার দ্বৈরথে অবতীর্ণ চার দল

প্রকাশিত: ০৫:০৬, ২১ অক্টোবর ২০১৭

ফাইনালে ওঠার দ্বৈরথে অবতীর্ণ চার দল

রুমেল খান ॥ প্রায় শেষের দিকে চলে এসেছে এশিয়া কাপ হকির দশম আসরের খেলা। গ্রুপ পর্যায়ের খেলা শেষ অনেক আগেই। এখন চলছে সুপার ফোর এবং স্থান নির্ধারণী পর্বের খেলা। এর মধ্যে সুপার ফোরের ‘সুপার লড়াইয়ে’র যবনিকাপাত ঘটতে যাচ্ছে আজই। এই পর্বে অংশ নেয়া চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল আজ নিশ্চিত করবে ফাইনালে নাম লেখানো। বাকি দুটি দলের স্বপ্নভঙ্গও হবে আজই। তবে তাদের যাত্রার এখানেই ইতি ঘটবে না। কেননা পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলটিকে আরও একটি ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে হবে। সেটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে আজ বিকেল ৩টায় প্রথম খেলায় দক্ষিণ কোরিয়া মোকাবেলা করবে মালয়েশিয়ার। সন্ধ্যা সাড়ে ৫টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজ চারটি দলই মাঠে নামবে ফাইনালে ওঠার আশা-সম্ভাবনা নিয়ে। সুপার ফোরে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রত্যেক দল পরস্পরের বিরুদ্ধে একটি করে মোট ৩টি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুুই দল খেলবে ফাইনালে। ইতোমধ্যেই দলগুলো খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। বাকি আছে একটি করে ম্যাচ, যেটা শেষ হয়ে যাবে আজই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চার দলের কোনটিরই ফাইনালে খেলা নিশ্চিত হয়নি। একই সঙ্গে প্রতিটি দলেরই সম্ভাবনা আছে ফাইনালে ওঠার এবং ফাইনালে না ওঠার। সেটা কিভাবে? ভারত আজ শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে ন্যূনতম ড্র করলেই ফাইনালে উঠবে। আবার তারা যদি পাকিস্তানের কাছে বেশি গোলের ব্যবধানে হারে এবং মালয়েশিয়া-কোরিয়া ম্যাচটি বেশি গোলে ড্র হয় সেক্ষেত্রে তাদের পয়েন্ট পাকিস্তান-মালয়েশিয়ার সমান (৪) হয়ে যাবে। তখন গোল ব্যবধানে পিছিয়ে পড়লে ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তেও যেতে পারে। মালয়েশিয়া আজ কোরিয়ার বিরুদ্ধে জিতলে ফাইনালে উঠবে। ন্যূনতম ড্র করলেও চলবে। কিন্তু এখানে শর্ত হচ্ছেÑ সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচটি অবশ্যই ড্রতে পর্যবসিত হতে হবে। তেমনি মালয়েশিয়া শেষ ম্যাচে হারলে বা ভারত বেশি গোলে হারলে মালয়েশিয়ার গোল ব্যবধানে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হতে পারে। দক্ষিণ কোরিয়া আজ মালয়েশিয়ার বিরুদ্ধে জিতলেই ফাইনালে উঠবে। তবে শর্ত হচ্ছে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যত বেশি সম্ভব গোলে জিততে হবে এবং মালয়েশিয়া-কোরিয়া ম্যাচ ড্র হওয়ার জন্য প্রার্থনা করতে হবে। তবে কোরিয়া হেরে গেলে তাদের ফাইনালে ওঠার যাত্রার ওখানেই ইতি ঘটবে। সেক্ষেত্রে মালয়েশিয়ার চেয়ে গোল গড়ে এগিয়ে গেলেই ফাইনালে উঠবে পাকিস্তান। সবমিলিয়ে সমীকরণ দারুণ চ্যালেঞ্জিং। এখন দেখার বিষয় এই চ্যালেঞ্জে জিতে কোন্ দুটি দল সাফল্যের হাসি হাসে এবং কোন্ দুটি দল ব্যর্থ হয়ে হতাশার কান্নায় ভেঙ্গে পড়ে। এই আসরের গ্রুপপর্বেই সাক্ষাত ঘটেছে ভারত-পাকিস্তানের। বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে ভারত ষষ্ঠ, পাকিস্তান চতুর্দশ স্থানে। ১৯৭৮ থেকে ২০১৭Ñ ৩৯ বছরে হকি মাঠে পাকি-ভারত মুখোমুখি হয়েছে ১৭০ বার; ৮২ বার জিতেছে পাকিস্তান, ৫৮ বার জিতেছে ভারত, ড্র ৩০ ম্যাচে। এশিয়া কাপেও এগিয়ে পাকিস্তান। আট ম্যাচের ছয়টিতে জয়ী, হার দুটি। ঢাকায় অবশ্য এগিয়ে ভারত। চার ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচে, পাকিস্তানের জয় একটিতে, অপর ম্যাচটি ড্র। এই আসরে গ্রুপপর্বে ভারত ৩-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এখন দেখার বিষয় আজ ভারতকে হারিয়ে বদলাটা নিতে পারে কি না পাকিস্তান দল। এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন হলেও (সর্বাধিক চারবারের শিরোপাধারীও তারা) র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে একধাপ এগিয়ে মালয়েশিয়া (মালয়েশিয়া ১২, কোরিয়া ১৩)। কাজেই কোরিয়াকে হারানোটা নিশ্চয়ই কোন চমক নয়। গত ১৪ অক্টোবর গ্রুপপর্বের ম্যাচে তারা ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল। ফলে আজকের ম্যাচটি কোরিয়ার জন্য হবে প্রতিশোধের।
×