ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৫২, ২১ অক্টোবর ২০১৭

উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের বিকল্প নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই। তিনি বলেছেন, ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বিএনপির মতো হাওয়া ভবন সৃষ্টি করেনি, নৈরাজ্য ও জঙ্গীবাদেরও সৃষ্টি করেনি। আগামী নির্বাচনেও শান্তির পক্ষে রায় দেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়ে সিনিয়র এই মন্ত্রী সরকারের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, বিদ্যুতসহ বিভিন্ন খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে জনগণের উদ্দেশে বলেছেন, দলীয় নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকতে হবে, যাতে একাত্তরের ঘাতকরা এবং জঙ্গীবাদের মদদদাতারা আগামী নির্বাচনে নির্বাচিত হতে না পারে। তিনি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন ও কার্যক্রমের উদ্বোধন শেষে হাসপাতাল চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন। জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, স্বাস্থ্য অধিদফতরের সিবিএইচসির পরিচালক ডাঃ আবুল হাসেম খান, রাজশাহী বিভাগের পরিচালক আব্দুস সোবহান, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা প্রমুখ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলেজ মাঠে আয়োজিত জনসভা স্থগিত করে হাসপাতাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রোহিঙ্গা সঙ্কট নিয়ে শেখ হাসিনার উদারতা ও বিশ্ব নেতৃবৃন্দের বাংলাদেশের প্রশংসা তুলে ধরেন মোহাম্মদ নাসিম। ২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের আমলেই জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে। পরে তিনি বাগবাটি ইউনিয়নের বেজগাতিতে সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের বাড়িতে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
×