ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের ষষ্ঠ স্থান লাভ

প্রকাশিত: ০৪:৪৭, ২১ অক্টোবর ২০১৭

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের ষষ্ঠ স্থান লাভ

রুমেল খান ॥ যেমনটা চাওয়া হয়েছিল তেমনটাই পাওয়া হলো। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয়টা বলতে গেলে ঠিকঠাকই হয়েছে স্বাগতিক বাংলাদেশের বেলায়। এশিয়া কাপ হকির দশম আসরে তারা ষষ্ঠ হতে চেয়েছিল, শেষ পর্যন্ত ষষ্ঠই হয়েছে। না, জিতে নয়। হেরে। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘিœত ও বিলম্বে শুরু হওয়া ম্যাচে তারা প্রতিপক্ষ জাপানের কাছে পরাভূত হয় ০-৪ গোলে। এ জয়ে আট দলের মধ্যে পঞ্চম হয়ে জাপান এবং ষষ্ঠ হয়ে বাংলাদেশ আসর শেষ করলো। পাঠকমাত্রই প্রশ্ন করতে পারেন কেন নাম্বার সিক্স হতে চেয়েছিল বাংলাদেশ? উত্তর হচ্ছেÑ ষষ্ঠ হতে পারলে পরবর্তী এশিয়া কাপ হকির একাদশ আসরে বাছাইপর্বে না খেলে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা যাবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রাক-স্থান নির্ধারণী ম্যাচে অবিশ্বাস্যভাবে চীনকে পেনাল্টি শূট আউটে ৪-৩ (৩-৩) গোলে হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় মাহবুব হারুনের শিষ্যরা। নিশ্চিত হয়ে যায় কমপক্ষে ষষ্ঠ স্থান। শুক্রবার তারা অবতীর্ণ হয় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। কিন্তু জাপানের কাছে বাজেভাবে হেরে আর পঞ্চম হওয়া হলো না তাদের। শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ৩৪ নম্বর র‌্যাঙ্কিংধারী বাংলাদেশকে। এটাই বা কম কিসের? চলতি আসরের গ্রুপপর্বেও জাপানের কাছে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচের স্কোরলাইন ছিল ১-৩। যদিও আসর শুরুর আগে ৪০ মিনিটের এক প্রস্তুতি ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রস্তুতি ম্যাচ জেতাই যে সবকিছু নয় তা চলতি আসরে বাংলাদেশকে পরপর দু’বার হারিয়ে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে সূর্যোদয়ের দেশ। এদিকে প্রায় শেষের দিকে চলে এসেছে এশিয়া কাপ হকির দশম আসরের খেলা। গ্রুপ পর্যায়ের খেলা শেষ অনেক আগেই। শেষ স্থান নির্ধারণী ম্যাচও। এখন বাকি সুপার ফোর পর্বের খেলা। সুপার ফোরের খেলার ইতি ঘটতে যাচ্ছে আজই। এই পর্বে অংশ নেয়া চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল আজ নিশ্চিত করবে ফাইনালে নাম লেখানো। বাকি দুটি দলের স্বপ্নভঙ্গও হবে আজই। তবে তাদের যাত্রার এখানেই ইতি ঘটবে না। কেননা পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলটিকে আরও একটি ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে হবে। সেটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে আজ বিকেল ৩টায় প্রথম খেলায় দক্ষিণ কোরিয়া মোকাবেলা করবে মালয়েশিয়ার। সন্ধ্যা সাড়ে ৫টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ চারটি দলই মাঠে নামবে ফাইনালে ওঠার আশা-সম্ভাবনা নিয়ে। সুপার ফোরে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রত্যেক দল পরস্পরের বিরুদ্ধে একটি করে মোট ৩টি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুুই দল খেলবে ফাইনালে। ইতোমধ্যেই দলগুলো খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। বাকি আছে একটি করে ম্যাচ যেটা শেষ হয়ে যাবে আজই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চার দলের কোনটিরই ফাইনালে খেলা নিশ্চিত হয়নি। জটিল সমীকরণের মারপ্যাঁচে একই সঙ্গে প্রতিটি দলেরই সম্ভাবনা আছে ফাইনালে ওঠার এবং ফাইনালে না ওঠার।
×