ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাচিকশিল্পী শরীফ মজুমদার

প্রকাশিত: ০৩:২০, ২১ অক্টোবর ২০১৭

বাচিকশিল্পী শরীফ মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ শরীফ মজুমদার । আবৃত্তি শিল্পী ও সংগঠক। ভালবাসেন বলেই আবৃত্তিকে বাদ দিয়ে জীবন-সংসার কল্পনা করেন না। আর তাই দুই দশকেরও বেশি সময় ধরে কণ্ঠে লালন করে চলেছেন কবিতা। সব শ্রেনী শ্রোতার কাছে কবিতাকে পৌঁছে দিতে কাজ করছেন। শরীফ মজুমদারের জন্ম ১৯৭১ সালের ৪ অক্টোবর পাবনা জেলায়। এখানেই কবিতাকে কণ্ঠে ধারণের হাতেখড়ি। সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে শুরু করেছিলেন তবে সাংগঠনিকভাবে আবৃত্তি চর্চা শুরু হয় পাবনায় ‘খেলাঘর’-এর হাত ধরে। ছেলেবেলায় কবিতার প্রতি যে মুগ্ধতা তার ঘোর কাটাতে পারেননি বলেই আজও তার জীবনের অপরিহার্য অংশ আবৃত্তি। কবিতাকে হদয়গ্রাহী করে তোলার কা ারি শরীফ মজুমদার পাবনাতে নিজ উদ্যোগে ১৯৯১ সালে আবৃত্তি সংগঠন ‘একই বৃন্তে’ প্রতিষ্ঠা করেন। এরপর কাজের সূত্রে বগুড়ায় এসে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন সংগঠন ‘কণ্ঠসাধন’। পেশায় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শরীফ মজুমদার সকল কর্মব্যস্ততাকে ছুটি দিয়েই আবৃত্তি শিল্পকে জনপ্রিয় করতে ঘুরে বেড়ান নানাস্থানে। কর্মব্যস্ততা দূরে সরাতে পারেনি তাকে আবৃত্তি থেকে। কণ্ঠসাধন আবৃত্তি সংসদ থেকে তার গ্রন্থণা ও নির্দেশনায় পরিবেশিত হয়েছে ‘যুদ্ধে যাব’, ‘বৈশাখী পঙ্ক্তিমালা’, ‘আমার রবীন্দ্রনাথ’, ‘স্বপন দ্যাখে মন’, ‘বাংলাদেশের পটভূমি’, ‘মানুষের দিন আসে’, ‘শহীদ কাদরী বাড়ি আছেন’সহ ৩০টিরও বেশি আবৃত্তি প্রযোজনা। এই আবৃত্তি দলের পক্ষ থেকেই বগুড়া অঞ্চলের বাইশজন কবির কবিতা নিয়ে আয়োজন করেন ‘কবি ও কবিতা’ শিরোনামের অনুষ্ঠান। ২০১৫ সালে ত্রিলোক অডিওসর ব্যানারে প্রকাশ হয় তার প্রথম আবৃত্তি এ্যালবাম ‘আমি সেই আমি’। কবিতাকে শ্রোতার হদয়ের কাছে নিয়ে যাওয়ার সাধনায় আজীবন কবিতাকে কণ্ঠে ধরে রাখতে চান শরীফ মজুমদার। তার জন্য শুভ কামনা।
×