ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খন্ড নাটক ‘লাভ এক্সচেঞ্জ’

প্রকাশিত: ০৩:১৭, ২১ অক্টোবর ২০১৭

খন্ড নাটক ‘লাভ এক্সচেঞ্জ’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে খন্ড নাটক ‘লাভ এক্সচেঞ্জ’। হানিফ পালোয়ানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তৌসিফ মাহবুব, তানভীর, মনিরা মিঠু, আসিফ নজরুল, নাজিমুদ্দিন নাহিদ, নুরুল ইসলাম, পথিক জুয়েল প্রমুখ। নাটকটির কার্যনির্বাহী প্রযোজক মাসুদ জাবেদ ও মাহমুদুল আনোয়ার সৈকত। পিক্সেল প্রোডাকশন ও ড্রিম আর্টিসানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘লাভ এক্সচেঞ্জ’ নাটকটি শীঘ্রই আরটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে সাদিয়ার পেছনে বহুবছর ঘুরে বেড়ায় জিদান শুধু একবার আই লাভ ইউ শব্দ শোনার জন্য। জিদানের এমন কিছু বাকি নাই সে করেনি। ফকির দরবেশের কাছে যাওয়া, পীরের মাজার থেকে হালুয়া এনে এক নিয়তে খাওয়া। তাবিজ বালিশের নিচে রেখে ঘুমানো। কবিরাজের কথায় মধ্যরাতে ছাদের মধ্যে সাদিয়ার নামে জিকির করা। দরবেশের কথায় সাদিয়ার নামে বাচ্চদের খিচুড়ি খাওয়ানো। এতো কিছু করার পর জিদানের মনে হয় সাদিয়া এখন তার থেকে আরও অনেক দূরে। এখন সাদিয়ার মুখ থেকে আই লাভ ইউ শোনা নয়, এখন তার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সাদিয়াকে এক নজর দেখা। তাই এখন কবিরাজ, দরবেশ, পীরের মাজারে সময় না দিয়ে সাদিয়াকে সময় দিবে বলে মনস্থির করে। কিন্তু এদিকে ঘটে যায় অন্য ঘটনা। জিদান দাঁড়িয়ে থাকে সাদিয়ার বাসার নিচে। সাদিয়া বাসা থেকে বের হয়ে আসে। খুশি হয় জিদান। সাদিয়া পেছনে ফিরে কাউকে ডাকে। বাসা থেকে বের হয়ে আসে সিফাত। সিফাত এসে সাদিয়ার হাত ধরে জিদানের চোখ ছানাবড়া! জিদান বিশ্বাস করতে পারছে না। সাদিয়া ও সিফাত একটি রিকশা নিয়ে চলে যায়। স্থির দাঁড়িয়ে থাকে জিদান। জিদানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। জিদান ফোন করে সাদিয়াকে।
×