ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই সাংবাদিককে আইজিপি মিডিয়া এ্যাওয়ার্ড প্রধান

প্রকাশিত: ০৭:৪৭, ২০ অক্টোবর ২০১৭

দুই সাংবাদিককে আইজিপি মিডিয়া এ্যাওয়ার্ড প্রধান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো আইজিপি মিডিয়া এ্যাওয়ার্ড চালু করেছে। এবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই সাংবাদিকের হাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার রাতে মিরপুর-১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে এ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। ২০১৬ সালে ‘সরেজমিন নকল ওষুধ’ শিরোনামে সাত পর্বে প্রকাশিত ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্টের জন্য আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার (অপরাধ) হাবিব রহমান এ্যাওয়ার্ড পান। ইলেক্ট্রনিক মিডিয়ায় বেসরকারী টিভি চ্যানেল টুয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাকসুদ-উন-নবীর ‘রানা প্লাজা দুর্ঘটনায় আহত উদ্ধারকারী পরিচয়দাতার প্রতারণা’ সংক্রান্ত রিপোর্টের জন্য এ্যাওয়ার্ড পান। আলোকচিত্র বিষয়ে কেউ মনোনীত হননি। আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। জুরি বোর্ডের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, বাসসর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং একুশে টিভির প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল জুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ, পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিশিষ্ট শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশত হয়।
×