ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ১৯দিনে ৪৫২ জেলে কারাগারে

প্রকাশিত: ০৫:৪০, ২০ অক্টোবর ২০১৭

বরিশালে ১৯দিনে ৪৫২ জেলে কারাগারে

স্টাফ রিপের্টিার, বরিশাল ॥ প্রজনন মৌসুমে ইলিশ নিধন প্রতিরোধে প্রতিদিনই পরিচালিত হচ্ছে অভিযান। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আরও তিনদিন (২২ অক্টোবর) পর্যন্ত। ইতোমধ্যে মৎস্য অফিস ও নৌ-সদর থানা পুলিশের অভিযানে বিভাগে জেল হয়েছে চার শতাধিক জেলের, জরিমানা আদায় করা হয়েছে প্রায় সাড়ে দশ লাখ টাকা, জব্দ হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল ও ইলিশ। সূত্র মতে, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের দিয়ে কারা দাদন আর ঋণের বোঝার দায় চাপিয়ে ইলিশ শিকার করাচ্ছে তাদের নাম পরিচয় থেকে যাচ্ছে অন্তরালে। জেলেদের জন্য চাল বরাদ্দের কথা সরকারীভাবে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হলেও বরিশাল জেলার অধিকাংশ জেলেরা গত ১৮দিনে একমুঠো চালও হাতে পায়নি। বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার প্রতিরোধে জেলেদের বিরুদ্ধে বিভাগের বিভিন্ন নদীতে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৯ দিনে এক হাজার ৭১৬টি অভিযান পরিচালিত হয়েছে।এরমধ্যে মোবাইল কোর্ট বসেছে ৮০৯টি। মামলা হয়েছে ৫০৬টি। জেল হয়েছে ৪৫২ জন জেলের। আটককৃত জেলেদের মধ্যে ১৮ জনকে (প্রত্যেককে) এক বছর করে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ৬শ’ টাকা। জব্দ করা হয়েছে ৩৩.২৬ লাখ মিটার অবৈধ জাল এবং ৮.৭৬ টন ইলিশ। ফরিদপুরে ১৩ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে বৃহস্পতিবার সকালে ১৩ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-িত জেলেরা হলো সদরপুরের কাশেম ফকির, হাবিব হাওলাদার, গোলাম হেসেন, শেখ বিল্লাল, জসিম, শোহরাব শিকদার, লতিফ মোল্যা, আঃ ছালাম, শাহ্ আলম বেপারি, হায়দার হোসেন, জুয়েল শিকদার এবং দোহার থানার ফারুক হাওলাদার ও হুজুর আলী। আটকদের কাছ থেকে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসার মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।
×