ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় যানজট নিরসনে পুলিশের ম্যারাথন অভিযান

প্রকাশিত: ০৫:৪০, ২০ অক্টোবর ২০১৭

নওগাঁয় যানজট নিরসনে পুলিশের ম্যারাথন অভিযান

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ শহরে ভয়াবহ যানজট নিরসনে পুলিশ অবশেষে ম্যারাথন অভিযান শুরু করেছে। গত ৭ অক্টোবর থেকে শহরে অবৈধভাবে চলাচলকারী যানবাহন আটক কার্যক্রম অব্যাহত রাখায় কিছুটা হলেও শহরে যানজট কমতে শুরু করেছে। বর্তমানে শহরবাসী আগের তুলনায় কিছুটা হলেও স্বস্তিতে চলাচল করতে পারছেন। তবে যানজট নিরসনে নওগাঁ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। শহরে অবৈধভাবে চলাচলকারী যানবাহনগুলো যখন পুলিশ আটক করছে, ঠিক তখনই নওগাঁ পৌর কর্তৃপক্ষ ব্যাটারিচালিত অবৈধ টমটম, রিক্সা ও ভ্যানের নতুন করে লাইসেন্স দিয়ে শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি করছে। ফলে পৌরবাসীকে যানজটের যন্ত্রণার দিকেই ঠেলে দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি শহরের সচেতন মানুষকে ভাবিয়ে তুলেছে। জানা গেছে, জীবন ও জীবিকার তাগিদে গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে। সে কারণে গত ৪ বছরে নওগাঁ শহরের মানুষ বৃদ্ধি পেয়েছে প্রায় চারগুণ । কিন্তু বাড়েনি শহরের রাস্তাঘাটের প্রশস্ততা। লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে অপরকিল্পিতভাবে শহরে বৃদ্ধি পাচ্ছে, ব্যাটারিচালিত টমটম, ভ্যান, রিক্সা এবং সিএনজি। ফলে শহরের যানজটও বৃদ্ধি পেয়েছ। যানজটের ভোগান্তি এবং যানবাহনের শব্দে অতিষ্ঠ শহরবাসী। শহরের যত্রতত্র গাড়ি পার্কিং এবং লাইসেন্সবিহীন গাড়ি অবৈধভাবে চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে শহরে যানজট কমাতে বিগত ২০১৪ সাল থেকে ব্যাটারিচালিত টমটম, ভ্যান ও রিক্সার লাইসেন্স দেয়া বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে নওগাঁ পৌর কর্তৃপক্ষ শহরে যানজটের কারণে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা না করে নতুন করে লাইসেন্স দেয়ায় সচেতন শহরবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। এক্ষেত্রে রাজনৈতিক মদদ রয়েছে বলেও সূত্র দাবি করেছে।
×