ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প

প্রকাশিত: ০৫:৩৮, ২০ অক্টোবর ২০১৭

কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ অক্টোবর ॥ কচুয়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প বাস্তবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, মেডিক্যাল অফিসার কবির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সনতোষ চন্দ্র সেন প্রমুখ। জেলেদের মাঝে চাল বিতরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৯ অক্টোবর ॥ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকতে এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়নের ১১৫ জন মৎস্যজীবীর মধ্যে বিশেষ ভিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ। বৃহস্পতিবার দুপুরে ইউপি চত্বরে ত্রাণ বিতরণের সময় পরিষদের সচিব মনোয়ারুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ, মৎস্যজীবী সমিতির সভাপতি রমজান আলী প্রমুখ।
×