ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা বন্ধ ১৩ বছর ॥ চিকিৎসা বঞ্চিত ১৭ হাজার মানুষ

প্রকাশিত: ০৫:৩৭, ২০ অক্টোবর ২০১৭

স্বাস্থ্যসেবা বন্ধ ১৩ বছর ॥  চিকিৎসা বঞ্চিত ১৭ হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৯ অক্টোবর ॥ ছাতকের ছনবাড়িবাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ১১ গ্রামের প্রায় ১৭ হাজার মানুষ। এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৪ বছর চিকিৎসা সেবার কার্যক্রম চালু থাকলেও মাঝ মধ্যে এসে ভূমি জটিলতা ও মামলা সংক্রান্ত বিষয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ১৩ বছর পর চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত মঙ্গলবার ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রক্ষা কমিটি এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ছাতক উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ভৌগোলিক দিক থেকে ইসলামপুর ইউনিয়নের অবস্থান অনেকটাই জটিল। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় সীমান্ত ঘেঁষা এ ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবার জন্য প্রায় ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা হাসপাতালে যেতে হয়। অন্যথায় গ্রামের হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার পর আশার আলো দেখে ছিলেন এলাকাবাসী। উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও, রতনপুর, ধনিটিলা, রাসনগর, বনগাঁও, দারোগাখালী, লুভিয়া, গাংপার- নোয়াকোট, পুরান নোয়াকোট, বৈশাকান্দি, বাহাদুরপুর গ্রামসহ কোম্পানিগঞ্জের কয়েকটি গ্রামের মানুষ ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে চিকিৎসেবা গ্রহণ করেছে দীর্ঘদিন। ভূমি ও মামলা সংক্রান্ত কারণে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে পড়লে প্রায় ১৩ বছর ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এসব গ্রামের মানুষ। স্বাস্থ্যসেবা বঞ্চিত সীমান্তবর্তী এলাকার মানুষের কথা চিন্তা করে বিকল্প ব্যবস্থায় স্বাস্থ্য কেন্দ্রটি চালু করার দাবি জানিয়েছেন কেন্দ্র রক্ষা কমিটি। জানা গেছে, ১৯৯০ সালে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়িবাজারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত। ভূমি জটিলতা ও মামলা সংক্রান্ত বিষয়ের জন্য ২০০৪ সালে চিকিৎসা সেবার কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। দ্বিতল বিশিষ্ট ছনবাড়িবাজার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি ২০০৪ সাল থেকে বন্ধ থাকায় চিকিৎসা সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে এই ইউনিয়নের প্রায় ১৭ হাজার মানুষের। স্বাস্থ্য কেন্দ্র রক্ষা কমিটির আহ্বায়ক নুরুজ্জামাল জানান, ছাতক উপজেলার একমাত্র যোগাযোগ বিচ্ছিন্ন ইউনিয়ন ইসলামপুর। নদীর ওপাড়ে থাকায় উপজেলার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। তাই এলাকার স্বার্থে এবং ভোগান্তির কথা চিন্তা করেই এলাকাবাসীর উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্র রক্ষা কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান বলেন, এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি চালু করার দাবিতে স্মারকলিপি দিয়েছে। আমরা উর্র্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কেন্দ্র চালু করার ব্যবস্থা গ্রহণ করব।
×