ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুদককে সুপ্রীমকোর্টের চিঠি কেন বেআইনী নয়- রুলের ওপর শুনানি শুরু

প্রকাশিত: ০৫:১৪, ২০ অক্টোবর ২০১৭

দুদককে সুপ্রীমকোর্টের চিঠি কেন বেআইনী নয়- রুলের ওপর শুনানি শুরু

স্টাফ রিপোর্টার ॥ আপীল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সুপ্রীমকোর্টের দেয়া চিঠি কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার। আদালত আগামী ২৪ অক্টোবর বেলা দুটোয় পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি জয়নুল আবেদীনের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন, দুদকের পক্ষে এ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং সুপ্রীমকোর্টের চিঠি আদালতের নজরে আনা আইনজীবী এ্যাডভোকেট বদিউজ্জামান তরফদার। এ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পাওয়া তিন আইনজীবী সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ্যাডভোকটে প্রবীর নিয়োগী ও সমিতির সাবেক সম্পাদক এ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন।
×