ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট

রাশিয়ার সমর্থন আদায়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার মস্কো যাচ্ছেন রবিবার

প্রকাশিত: ০৫:১৩, ২০ অক্টোবর ২০১৭

রাশিয়ার সমর্থন আদায়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার মস্কো যাচ্ছেন রবিবার

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে রাশিয়ার সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আগামী রবিবার মস্কো সফরে যাচ্ছেন। রাশিয়া সফরের পরে তিনি বেজিং যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মস্কো সফরে যাচ্ছেন। তিনি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফরকালে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি নিয়ে যাবেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বেজিং সফরের তারিখ এখনও ঠিক হয়নি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইয়ের সঙ্গে বৈঠকের কর্মসূচী নির্ধারণের পর চীন সফরের সময়সূচী জানা যাবে। সেখানে প্রতিমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ অক্টোবর রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করেন। সে সময় প্রধানমন্ত্রী এ সঙ্কট মোকাবেলায় বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে প্রধানমন্ত্রী তার বিশেষ দূত হিসেবে বেজিং ও মস্কো সফরে গিয়ে রোহিঙ্গা সঙ্কট নিরসনে এই দুই দেশের সমর্থন আদায়ের চেষ্টা করার নির্দেশ দেন। সূত্র জানায়, রোহিঙ্গা ইস্যুতে বেজিং ও মস্কোর সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। চীন ও রাশিয়া বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হলেও রোহিঙ্গা ইস্যুতে দেশ দুইটির জোরালো সমর্থন নেই। রাখাইনে চীনের বিশাল অঙ্কের বিনিয়োগের কারণে রোহিঙ্গা ইস্যুতে জোরালো ভূমিকা নিচ্ছে না। এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইতোমধ্যেই বলা হয়েছে, রাশিয়া তৃতীয় কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয়। সে কারণে রোহিঙ্গা ইস্যুতে বেজিং ও মস্কোকে পাশে চাইছে ঢাকা। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া ও চীন বাংলাদেশের পাশে রয়েছে। রোহিঙ্গা সঙ্কট সমাধানের জন্য ইতোমধ্যেই প্রভাবশালী দেশ রাশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের চলমান পরিস্থিতি বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার কাছে পুরোপুরি ব্যাখ্যাও করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার প্রক্রিয়ার সঙ্গে রাশিয়া যেন যুক্ত হয়, ঢাকা এই অনুরোধ করেছে। তবে রাশিয়া বলেছে, তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। তারা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখবে। তবে এই বৈঠকের আগেই রোহিঙ্গা সঙ্কট একেবারেই মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছিল রাশিয়া। তারা বলেছিল, সার্বভৌম কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করলে তা বিভিন্ন ধর্মের মধ্যে গোলযোগ ডেকে আনতে পারেÑ এটা বলে রোহিঙ্গা ইস্যু থেকে নিরপেক্ষ থাকতে চেয়েছিল রাশিয়া। তবে এই ইস্যুতে মস্কোর সঙ্গে ঢাকা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। সেই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মস্কো সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মস্কোর পরেই বেজিং সফরে যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
×